Bengaluru Incident: পুরুষদের টয়লেটে নিয়ে গিয়ে...ছাত্রীর সঙ্গে জঘন্য কাজ! পরে বলল, ‘পিল কিনে দেব?’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘটনার দিন নির্যাতিতা অভিযুক্তের কাছ থেকে কিছু জিনিস নেওয়ার জন্য দেখা করেন৷ লাঞ্চের সময় সে একাধিক বার নির্যাতিতাকে ফোন করে৷ তারপর নির্যাতিতা যখন অভিযুক্তের সঙ্গে দেখা করে, তখন সে তাকে জোর করে চুমু খেতে যায় বলে অভিযোগ৷
বেঙ্গালুরু: ফের ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণ৷ এবার ন্যক্কারজনক এই ঘটনা ঘটল দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের ক্যাম্পাসে৷ সেখানে সহপাঠীকে পুরুষদের ওয়াশরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল ২১ বছর বয়সি সহপাঠী জীবন গৌড়ার বিরুদ্ধে৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ১০ অক্টোবর৷ তবে তার ৫ দিন পরে নির্যাতিতা অভিযোগ জানায় পুলিশের কাছে৷ এফআইআর অনুযায়ী, ভারতীয় ন্যয় সংহিতার সেকশন ৬৪ (ধর্ষণের বিরুদ্ধে সাজা) ধারায় মামলা করা হয়েছে৷
আরও পড়ুন :সোজা ফ্ল্যাটে ঢুকে পড়ল ভিনরাজ্যের খুনি! সল্টলেকের অভিজাত এলাকায় আতঙ্ক, ফেরার এখনও ১
ঘটনার দিন নির্যাতিতা অভিযুক্তের কাছ থেকে কিছু জিনিস নেওয়ার জন্য দেখা করেন৷ লাঞ্চের সময় সে একাধিক বার নির্যাতিতাকে ফোন করে৷ তারপর নির্যাতিতা যখন অভিযুক্তের সঙ্গে দেখা করে, তখন সে তাকে জোর করে চুমু খেতে যায় বলে অভিযোগ৷ তার পর নির্যাতিতা পালাতে গেল, সে তাকে জোর করে ৭ তলার পুরুষদের বাথরুমে নিয়ে যায় এবং তাঁকে ধর্ষণ করে৷
advertisement
advertisement
অভিযোগ, এরপরেও নাকি নির্যাতিতাকে ফোন করে এবং জানতে চায় সে তাঁকে গর্ভ নিরোধক পিল কিনে দেব কি না৷ প্রাথমিক ভাবে নির্যাতিতা পুলিশে অভিযোগ করতে ভয় পেলেও পরে থানায় যান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
October 17, 2025 12:13 PM IST