Mining Mafia: গলার নলি কেটে খুন দুঁদে মহিলা আধিকারিক! বালি মাফিয়া থেকে বেআইনি খনিতে রেড, দুঃসাহসের মাসুল?

Last Updated:

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় প্রতিমাকে৷ পরে কেটে দেওয়া হয় গলার নলি৷ ঘটনার ঠিক আগে সদ্য তিনি অফিস থেকে ফিরেছিলেন৷ আততায়ী প্রতিমার পরিচিত বলেই অনুমান তদন্তকারীদের৷ কারণ, অ্যাপার্টমেন্টে ঢোকার কোনও ধস্তাধস্তির চিহ্ন নদরে আসেনি৷ প্রতিমাকে অফিস থেকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তাঁর গাড়ির চালকই৷ সোমবার তাঁকে আটক করা হয়েছে৷

বেঙ্গালুরু: দুঁদে আধিকারিক৷ কারওকে ভয় পেতেন না৷ তোয়াক্কা করতেন না কাউকেই৷ সেই দুঃসাহস-ই কি কাল হল? শনিবার সন্ধেবেলা অফিস ফেরার পরে বাড়িতেই রহস্যজনক ভাবে খুন হলেন কর্ণাটকের সিনিয়র জিওলজিস্ট কেএস প্রতিমা৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, গত মাসেই বেআইনি খনি ও বালি মাফিয়ার বিরুদ্ধে একের পর এক হানা চালিয়েছিলেন প্রতিমা৷ আর তার ঠিক এক মাস পরেই ভূতাত্ত্বিক আধিকারিকের এই পরিণতি৷ গোটা ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য৷
কর্মসূত্রে দোদ্দাকল্লাসান্ধ্রার গোকুলনগরের একটি আবাসনের ১৪ তলায় একাই থাকতেন প্রতিমা৷ তাঁর স্বামী একজন স্কুলটিচার৷ ছেলেকে নিয়ে তিনি শিবমোগ্গা জেলায় থাকতেন৷ বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরে৷ শনিবার সন্ধে থেকেই ফোন তুলছিলেন না প্রতিমা৷ পরের দিন অর্থাৎ, রবিবার তাঁর দাদা তাই তাঁর অ্যাপার্টমেন্টে বোনের খবর নিতে আসেন৷ তখনই উদ্ধার হয় আধিকারিকের দেহ৷
advertisement
আরও পড়ুন: কী ভাবে মারা যাবেন পুতিন? আয়ুই বা আর কতদিন, বলে গিয়েছেন বাবা ভাঙ্গা
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় প্রতিমাকে৷ পরে কেটে দেওয়া হয় গলার নলি৷ ঘটনার ঠিক আগে সদ্য তিনি অফিস থেকে ফিরেছিলেন৷ আততায়ী প্রতিমার পরিচিত বলেই অনুমান তদন্তকারীদের৷ কারণ, অ্যাপার্টমেন্টে ঢোকার কোনও ধস্তাধস্তির চিহ্ন নদরে আসেনি৷ প্রতিমাকে অফিস থেকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তাঁর গাড়ির চালকই৷ সোমবার প্রতিমার প্রাক্তন গাড়ি চালক সহ জনকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
advertisement
প্রতিমার সহকর্মী দীনেশ জানিয়েছেন, গত মাসে বেশ কয়েকটি রেড করেছিলেন প্রতিমা৷ দীনেশের কথায়, ‘‘প্রতিমা খুবই দৃঢ় চরিত্রের মহিলা ছিলেন৷ খুব সাহসীও৷ রেড হোক কী কোনও কড়া ব্যবস্থা নেওয়া৷ কিছুতেই ভয় পেত না৷ ডিপার্টমেন্টে দারুণ রেপুটেশন ছিল৷’’
advertisement
সরকারি সূত্রে মারফতও জানা গিয়েছে, নতুন নিয়ম মেনে গত মাসে প্রতিমাকে বেশ কয়েকটি খনি এলাকায় হানা দিতে বলা হয়েছিল৷
পুলিশের দাবি, প্রতিমার প্রাক্তন চালককে সম্প্রতি কাজ থেকে বরখাস্ত করেছিল সে। সেই কারণে দু’জনকে জড়ো করে প্রতিমাকে খুন করার চক্রান্ত করে সে৷ কারণ, সে জানত প্রতিমা ফ্ল্যাটে একা থাকে৷ যদিও গোটা ঘটনার তদন্ত এখনও চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mining Mafia: গলার নলি কেটে খুন দুঁদে মহিলা আধিকারিক! বালি মাফিয়া থেকে বেআইনি খনিতে রেড, দুঃসাহসের মাসুল?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement