Teacher student: কাছে এলেই মিলবে ভাল নম্বর! ছাত্রীদের হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ টিনা দাবির

Last Updated:

Teacher abusing student: সমাজে শিক্ষকদের গুরু বলে মানা হয়। তাঁরা বাবা-মায়ের মতোই শ্রদ্ধা পান সকলের থেকে। কিন্তু এই শিক্ষকের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ উঠল।

ছাত্রীদের নির্যাতনের অভিযোগ।
ছাত্রীদের নির্যাতনের অভিযোগ।
নয়াদিল্লি: সমাজে শিক্ষকদের গুরু বলে মানা হয়। তাঁরা বাবা-মায়ের মতোই শ্রদ্ধা পান সকলের থেকে। কিন্তু এই শিক্ষকের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমারে। সেখানে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরীক্ষায় ভাল নম্বর ছাত্রীদের নির্যাতন করার অভিযোগ উঠেছে। শিক্ষকের ফাঁদে ইতিমধ্যেই একাধিক ছাত্রী পড়েছেন বলে একাধিক সূত্রে খবর।
advertisement
ঘটনাটি আলোচনায় উঠে এসেছে যখন স্কুলের একাধিক ছাত্রী স্কুলে যেতে ভয় পেতে শুরু করে। একাধিক ছাত্রী স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। জানা গিয়েছে গত দু- আড়াই বছর ধরে প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
advertisement
গ্রামবাসীরা শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে। অভিযুক্ত শিক্ষক একটি সরকারি স্কুলে পড়ান। তাঁদের অভিযোগ গ্রামের প্রায় ১৫ জন ছাত্রীকে ওই শিক্ষক এমন কুপ্রস্তাব দিয়েছে এবং তাঁদের মধ্যে কেউ কেউ শিক্ষকের নির্যাতনেরও শিকার হয়েছে। সেই অঞ্চলের ডিস্ট্রিক্ট কালেক্টর দেশের খ্যাতনামী আইএএস টিনা দাবি। অভিযোগ পাওয়ার পরেই টিনা দাবি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
advertisement
অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের ফোন করে আপত্তিকর কথা বলতেন বলেও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, তাঁরা ওই শিক্ষককে আগেও দুবার সতর্ক করেছিলেন, কিন্তু পরিস্থিতি বদলায়নি। তাই এবার শাস্তির দাবি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Teacher student: কাছে এলেই মিলবে ভাল নম্বর! ছাত্রীদের হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ টিনা দাবির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement