টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !

Last Updated:
#নয়াদিল্লি: আপনার কী ব্যাঙ্কে কোনও কাজ রয়েছে ? তাহলে শীঘ্রই সেরে ফেলুন কাজগুলি ৷ কারণ দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সারা দেশজুড়ে চলছে উৎসবের মপশুম ৷ মহানবমী অথার্ৎ (১৮ অক্টোবর) ব্যাঙ্কের ছুটি ছিল ৷ ১৯ অক্োবর অথার্ৎ আজ বেশ কিছু রাজ্যে যেমন মুম্বই, নাগপুর, লখনউ, কলকাতা, পটনা, পনাজি, রাঁচি ও জম্মুতে ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷
তবে শনিবার মাসের তৃতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকবে ৷ আবার ২১ অক্টোবর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ তাই সাবধানে ক্যাশ খরচ করুন ৷
advertisement
নভেম্বর মাসেও দীপাবলি, ভাইদুজের কারণে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৭ নভেম্বর দিওয়ালির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৮ নভেম্বর গোবর্ধন পুজোর জন্য বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৯ নভেম্বর ভাইদুজের জন্য ছুটি ৷ ১০ নভেম্বর দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি ও রবিবার ছুটি থাকায় পরপর পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement