ভান্ডারে নগদ নেই, RBI-কে ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি জানাল ব্যাঙ্ককর্মী সংগঠন

Last Updated:

নোট বাতিলের ঘোষণার এক মাস। এখনও কমেনি দুর্ভোগ। নোটের জোগান দিতে প্রতি মুহূর্তে হিমশিম খাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।

#নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার এক মাস। এখনও কমেনি দুর্ভোগ। নোটের জোগান দিতে প্রতি মুহূর্তে হিমশিম খাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। সদুত্তর দিতে পারছে না নিয়ামক ব্যাঙ্কও। নোট বাতিলের জেরে নজিরবিহীন পরিস্থিতি। আর তা সামলানোর ভার পড়েছিল নিয়ামক ব্যাঙ্কের ওপরই। নোটের জোগান দিতে প্রায় প্রতি মুহুর্তে হিশমিশ খেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী কখনো যা হয়নি, আরবিআই গভর্নরের পদত্যাগ দাবি করে সরব হয়েছেন ব্যাঙ্ককর্মীদের সংগঠনও।
প্রয়োজন ছিল ১৬ লক্ষ কোটি টাকা। গত ২৬ দিনে এর ২০ শতাংশও ছাপিয়ে উঠতে পারেনি আরবিআই। কি করে পারবে? সেই পরিকাঠামোই তো দেশের ট্যাঁকশালগুলোতে নেই। নোট বাতিল ঘোষণার দিনে কিন্তু অন্যরকমই আশ্বাস দিয়েছিলেন আরবিআই গভর্নর।
এরকম পরিস্থিতিতে ব্যাঙ্ককর্মীদের সংগঠন (AIBEA) আরবিআই-য়ের কাছে দাবি জানিয়েছে ব্যাঙ্ক বন্ধ রাখার জন্য ৷
advertisement
সবচেয়ে পুরনো ও বড় ট্রেড ইউনিয়ন AIBEA-র সাধারণ সম্পাদক সি এচ ভেঙ্কটচালাম জানিয়েছেন, ‘যতদিন না নোট সংকট কমছে ও সঠিক মাত্রায় নোট যোগান দেওয়া সম্ভব হচ্ছে ততদিন বেশকয়েকটি জোনের ব্যাঙ্ক শাখা আপাতত বন্ধ রাখা উচিৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৷’
advertisement
নোট বাতিলের পর থেকেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ব্যাঙ্ক কর্মীদের ৷ বেশ কিছু জায়গায় তাদের হেনস্থাও করা হয়েছে ৷
নোট বাতিলের পর থেকেই নিত্যদিন টাকা তোলার নিয়ম বদল আর নতুন নিয়ম ঘোষণা করে চলেছে মোদি সরকার।  ২৩ বার সিদ্ধান্ত বদল। কখনও টাকা তোলার ঊর্ধ্বসীমা, আবার কখনও এটিএম ব্যবহার নিয়ে নানাবিধ ফরমান। কখনও টাকার জোগান বাড়াতে নিয়ম বদল। আবার কখনও কালো টাকার কারবারিদের শায়েস্তা করার দাবি করে  নতুন নিয়ম। নিয়ম বদলের এই গেরোয় বিভ্রান্তি চরমে উঠেছে। প্রতিদিন গ্রাহকদের নতুন নিয়ম বোঝাতে হয়রানির মুখে পড়তে হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের ৷ তবে ব্যাঙ্ক সংগঠনের তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে তারা কোনও ধর্মঘট ডাকতে চায় না কারণ এতে সমস্যা আরও বাড়বে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভান্ডারে নগদ নেই, RBI-কে ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি জানাল ব্যাঙ্ককর্মী সংগঠন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement