এয়ারস্ট্রাইককে ধন্যবাদ, লোকসভা ভোটে ২৮-এ ২২টা পাবে বিজেপি : ইয়েদুরাপ্পা

Last Updated:

এমন আবহে ভোট হলে বিজেপিরই যে পাল্লা ভারি হবে সেটা বলাই বাহুল্য ৷ এমনই মত তাঁর ৷ এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা উজ্জীবিত ৷ যার প্রতিফলন ঘটবে ভোটবাক্সেও ৷

#বেঙ্গালুরু: পুলওয়ামা কাণ্ডের প্রত্যুত্তরে এয়ারস্ট্রাইকের মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশবাসীর মন জয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার জন্য তার ওপর আবারও ভরসা রাখতে চাইবেন সাধারণ মানুষ ৷ এমনই বক্তব্য বিজেপির প্রবীণ নেতা ও কর্নাটকের বিরোধী দলনেতা বি এস ইয়েদুরাপ্পা ৷ তাঁর মতে এই সময় লোকসভা নির্বাচন হলে কর্নাটকে ২৮ আসনের ২২টি বিজেপিই পাবে ৷
মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা ৷ জাবাবে ভারতের আকাশে ঢোকে পাক-বিমান যা গুলি করে নামান ভারতীয় সেনারা ৷ উত্তপ্ত পরিস্থিতিতে দফায় দফায় বৈঠকে বসছেন উচ্চপদস্থ কর্তারা ৷ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চলছে নানাবিধ আলাপ আলোচনা ৷ তবে এসবের মধ্যে দেশাত্ববোধ জেগে উঠেছে সাধারণ জনতার ৷ দেশের মানুষ কুর্ণিশ জানাচ্ছেন ভারতীয় সেনাদের ৷ সঙ্গে সেলাম জানাচ্ছেন প্রধানমন্ত্রীকেও ৷ ফলে এই আবহে হাওয়া যে অনেকটাই মোদির দিকে সেটা বোঝাতে চাইছেন ইয়েদুরাপ্পা ৷
advertisement
advertisement
এমন আবহে ভোট হলে বিজেপিরই যে পাল্লা ভারি হবে সেটা বলাই বাহুল্য ৷ এমনই মত তাঁর ৷ এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা উজ্জীবিত ৷ যার প্রতিফলন ঘটবে ভোটবাক্সেও ৷ এই মুহূর্তে কর্নাটকে ১৬ লোকসভা আসন দখলে রেখেছে বিজেপি ৷ ১০টি আসন রয়েছে কংগ্রেসের-জেডিএসের হাতে ৷
advertisement
তবে ইয়েদুরাপ্পার এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়েছে ৷ কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারাইমা পাল্টা প্রশ্ন তুলেছেন ৷ ভোটের জন্যই কী এভাবে দেশের শহিদের বলিদানকে ব্যবহার করবে বিজেপি ? এই প্রশ্ন তুলে তিনি ট্যুইটও করেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এয়ারস্ট্রাইককে ধন্যবাদ, লোকসভা ভোটে ২৮-এ ২২টা পাবে বিজেপি : ইয়েদুরাপ্পা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement