দেশে ফিরলেও এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না এয়ার উইং কমান্ডার অভিনন্দন

Last Updated:
#নয়াদিল্লি: আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরার অপেক্ষায় অভিনন্দন বর্তমান ৷ ঢাকের তালে, ফুলের মালায় ঘরের ছেলেকে বরণ করে নেওয়ার জন্য তৈরি গোটা দেশ ৷ অভিনন্দনকে প্রথমে অমৃতসর এয়ারবেসে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে অভিনন্দনকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁকে ৷ তবে, দেশে ফিরলেও এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না অভিনন্দন ৷
বায়ুসেনার নিয়ম অনুসারে, কমপক্ষে ৩ মাস থেকে ৬ মাস পর ফের যুদ্ধবিমান চালাতে পারবেন তিনি ৷ বেশ কিছু শারিরীক টেস্ট করাতে হবে তাঁকে ৷ এরপরই ফের যুদ্ধবিমান ওড়াতে পারবেন তিনি ৷ এই গোটা প্রক্রিয়াটিতে সময় লাগবে প্রায় ৩ মাস ৷
যুদ্ধবিমান চালানোর সময় যদি কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে ওই ব্যক্তির মেডিক্যাল টেস্ট করানো আবশ্যিক ৷ তাঁর শরীরে কোনও গভীর চোট লেগেছে কিনা ৷ কিংবা কোনও হাড় ভেঙে গিয়েছে কিনা সেটিও শারিরীক পরীক্ষা করে দেখা হয় ৷ কারণ কোনও বিমান ভেঙে পড়ার মুহূর্তে বাইরে বেরোনোর সময় গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে ৷ এছাড়াও বেশ কিছু সাইকোলজিক্যাল টেস্টও করা হবে অভিনন্দনের ৷ এইসমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর সেই ফিটনেস রিপোর্ট আসলে তবেই আবারও যুদ্ধবিমান চালাতে পারবেন তিনি ৷ আর এই গোটা প্রক্রিয়াটিতে মোট সময় লাগবে কমপক্ষে ৩ মাস ৷
advertisement
advertisement
তবে, এরপরও যদি পাইলট যুদ্ধবিমান ওড়ানোর জন্য শারিরীকভাবে সক্ষম না হন ৷ সেক্ষেত্রে অন্য কোনও বিমান চালানোর দায়িত্ব দেওয়া হবে তাঁকে ৷
অভিনন্দনের ফিরে পাওয়ার অপেক্ষায় আটারি সীমান্তে পৌঁছেছেন অভিনন্দের মা-বাবা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে ফিরলেও এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না এয়ার উইং কমান্ডার অভিনন্দন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement