রমজানের উপোস ভেঙে হিন্দু রোগীকে রক্ত দিলেন এক মুসলিম যুবক
Last Updated:
#গুয়াহাটি: মানুষের প্রাণের থেকে বড় আর কিছু হতে পারে না ! এ কথাই যেন ফের প্রমাণ করে দিলেন অসমের এক মুসলিম যুবক ৷ বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে এলেন কোনও কিছু না ভেবে ৷ এগিলেন এলেন পবিত্র রমজান উপবাস ৷ রক্ত দিলেন মুসলিম যুবক ৷ ঘটনাচক্রে, যাকে তিনি রক্ত দিলেন, সে হিন্দু !
ঘটনাটি ঘটেছে, অসমের মঙ্গলদোইয়ে ৷ পালাউল্লা আহমেদ কাজ করেন একটি সুপার স্পেশিলিটি হাসপাতালে ৷ তাঁর এক বন্ধু তাপস গগৈ-এর কাছ থেকে আহমেদ জানতে পারেন, এক রোগীর অপারেশন করা হবে ৷ আর তার জন্য প্রয়োজন অনেকটাই রক্ত ৷ বন্ধুর কাছ থেকে রক্তের প্রয়োজনীওতার কথা জানতে পেরে, আর কিছু ভাবলেনই না আহমেদ ৷ পবিত্র রমজানের উপোস ভেঙে বন্ধুর সঙ্গে রওনা দিলেন রক্তদান করতে ৷
advertisement
পালাউল্লা আহমেদের রক্তের গ্রুপ বি পজিটিভ ৷ রোগীর টিউমার অপারেশনের জন্য অনেকটাই এই গ্রুপের রক্ত দরকার ছিল ৷ প্রথমে উপবাস না ভেঙেই রক্ত দিতে চেয়েছিলেন আহমেদ ৷ পরে অবশ্য সিদ্ধান্ত নেন, যাই হোক যাক ! রক্ত তিনি দেবেন ৷ আর নিজেকেও সুস্থ রাখতে উপবাসও ভাঙলেন আহমেদ !
advertisement
পালাউল্লা আহমেদের এই ঘটনা ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনদের কাছে প্রশংসিত পালাউল্লা ৷ তবে পালাউল্লা জানিয়েছেন, ‘আলাদা করে প্রশংসা কেন? মানুষের প্রাণ আগে, ধর্ম, জাত সব অনেকটাই পরে !’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 5:25 PM IST