রমজানের উপোস ভেঙে হিন্দু রোগীকে রক্ত দিলেন এক মুসলিম যুবক

Last Updated:
#গুয়াহাটি: মানুষের প্রাণের থেকে বড় আর কিছু হতে পারে না ! এ কথাই যেন ফের প্রমাণ করে দিলেন অসমের এক মুসলিম যুবক ৷ বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে এলেন কোনও কিছু না ভেবে ৷ এগিলেন এলেন পবিত্র রমজান উপবাস ৷ রক্ত দিলেন মুসলিম যুবক ৷ ঘটনাচক্রে, যাকে তিনি রক্ত দিলেন, সে হিন্দু !
ঘটনাটি ঘটেছে, অসমের মঙ্গলদোইয়ে ৷ পালাউল্লা আহমেদ কাজ করেন একটি সুপার স্পেশিলিটি হাসপাতালে ৷ তাঁর এক বন্ধু তাপস গগৈ-এর কাছ থেকে আহমেদ জানতে পারেন, এক রোগীর অপারেশন করা হবে ৷ আর তার জন্য প্রয়োজন অনেকটাই রক্ত ৷ বন্ধুর কাছ থেকে রক্তের প্রয়োজনীওতার কথা জানতে পেরে, আর কিছু ভাবলেনই না আহমেদ ৷ পবিত্র রমজানের উপোস ভেঙে বন্ধুর সঙ্গে রওনা দিলেন রক্তদান করতে ৷
advertisement
পালাউল্লা আহমেদের রক্তের গ্রুপ বি পজিটিভ ৷ রোগীর টিউমার অপারেশনের জন্য অনেকটাই এই গ্রুপের রক্ত দরকার ছিল ৷ প্রথমে উপবাস না ভেঙেই রক্ত দিতে চেয়েছিলেন আহমেদ ৷ পরে অবশ্য সিদ্ধান্ত নেন, যাই হোক যাক ! রক্ত তিনি দেবেন ৷ আর নিজেকেও সুস্থ রাখতে উপবাসও ভাঙলেন আহমেদ !
advertisement
পালাউল্লা আহমেদের এই ঘটনা ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনদের কাছে প্রশংসিত পালাউল্লা ৷ তবে পালাউল্লা জানিয়েছেন, ‘আলাদা করে প্রশংসা কেন? মানুষের প্রাণ আগে, ধর্ম, জাত সব অনেকটাই পরে !’
বাংলা খবর/ খবর/দেশ/
রমজানের উপোস ভেঙে হিন্দু রোগীকে রক্ত দিলেন এক মুসলিম যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement