• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘মানুষের প্রাণ বাঁচাতে সব চেষ্টা করব’, পরিস্থিতি দেখতে বিশাখাপত্তনমে যাচ্ছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি

‘মানুষের প্রাণ বাঁচাতে সব চেষ্টা করব’, পরিস্থিতি দেখতে বিশাখাপত্তনমে যাচ্ছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি

পরিস্থিতি নিজের চোখে দেখতে ইতিমধ্যেই বিশাখাপত্তনম রওনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

পরিস্থিতি নিজের চোখে দেখতে ইতিমধ্যেই বিশাখাপত্তনম রওনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

পরিস্থিতি নিজের চোখে দেখতে ইতিমধ্যেই বিশাখাপত্তনম রওনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

 • Share this:

  #বিশাখাপত্তনম:  ফিরে এল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ১০ জনের ৷ মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ৷ পাশাপাশি অসুস্থ ২০০-র বেশি মানুষ ৷ মৃতদের মধ্যে একটি ৮ বছরের শিশুকন্যাও রয়েছে ৷ রাত ২টো ৩০ মিনিট নাগাদ ওই কেমিক্যাল প্লান্ট থেকে গ্যাস লিক করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০ জন ৷ ৩ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

  পরিস্থিতি নিজের চোখে দেখতে ইতিমধ্যেই বিশাখাপত্তনম রওনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ৷ দেখা করবেন হাসপাতালে ভর্তি অসুস্থ মানুষের সঙ্গেও ৷ বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়,  ‘গোটা ঘটনার দিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ মানুষের প্রাণ বাঁচাতে সব উদ্যোগ নেবে রাজ্য সরকার ৷ ’
  Published by:Akash Misra
  First published: