Narendra Modi on Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে জ্যোর্তিমঠ এবং দ্বারকা পীঠের শঙ্করাচার্যদের আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Narendra Modi on Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে জ্যোর্তিমঠ এবং দ্বারকা পীঠের শঙ্করাচার্যদের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ গ্রহণের ভিডিও।
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হয়েছেন একাধিক গণ্যমান্য ব্যক্তিরা। ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে জ্যোর্তিমঠ এবং দ্বারকা পীঠের শঙ্করাচার্যদের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ গ্রহণের ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোর্তিমঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মালা এবং উত্তরীয় পরিয়ে দিলেন। আশীর্বাদ করলেন।
advertisement
advertisement
P.M Modi ji taking Badri and Dwaraka Peet Shankaracharya Ji’s blessings at #Ambani son’s wedding ceremony 🙂🙏 https://t.co/2eRtygaTi8 pic.twitter.com/PA9xYd2a0x
— Adarsh Hegde (Modi Ka Parivar) (@adarshahgd) July 13, 2024
প্রসঙ্গত, নববিবাহিত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশীর্বাদের পর প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় নব দম্পতিকে।
advertisement
শনিবার এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিয়েতে উপস্থিত অন্যান্য অতিথীদের সঙ্গেও দেখা করেন মোদি। অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করার পর প্রধানমন্ত্রীকে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি অন্যান্য অতিথী-অভ্যাগতদের মাঝে নিয়ে যান।
আরও পড়ুন: বিধান সরণিতে পচাগলা দেহ কার? জানা গেল মহিলার পরিচয়, সিসিটিভি ক্যামেরায় যা দেখা গেল…আঁতকে উঠবেন
advertisement
নবদম্পতি অনন্ত-রাধিকাকে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্ত-রাধিকাকে মোদির উপহার দেওয়ার মুহূর্ত৷ তার পর মুহূর্তেই মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি৷ মুকেশ ও নীতা আম্বানি, শাইলা এবং বীরেন মার্চেন্টকেও শুভেচ্ছা জানান মোদি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 4:07 PM IST