জামনগরে তিন দিন ধরে প্রাক বিবাহ উদযাপন অনুষ্ঠানের জন্য মা এবং রিলায়েন্স ফাউ নীতা আম্বানিকে ধন্যবাদ জানালেন আবেগপ্রবণ অনন্ত আম্বানি৷ একই সঙ্গে নিজের বাবা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং নিজের পরিবারের অন্যান্য সদস্যদেরও অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনন্ত৷ এই সময় মঞ্চে তাঁর পাশেই ছিলেন হবু স্ত্রী রাধিকা৷
তিন দিনব্যাপী ইভেন্টের ২য় দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইলিউশনিস্ট ডেভিড ব্লেইন পারফর্ম করবেন। দর্শকদের জন্য লেভিটেশন এবং মাইন্ড-রিডিংয়ের মতো বিনোদনের নানা আকর্ষণ উপস্থাপন করবেন তিনি।
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছলেন অভিনেতা শাহিদ কাপূর৷
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ বাসরে বলিউডের কিং খান। জামনগরের অনুষ্ঠানস্থলে পা রাখামাত্রই সব নজর ঘুরে গেল শাহরুখ খানের দিকে। শাহরুখের একটি ছবি পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।
জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে এসে নেচার ওয়াকে যাওয়ার আগে পরিবারের সঙ্গে ছবি দিলেন মার্ক জুকেরবার্গ৷
View this post on Instagram
জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে পপ তারকা রিহানার সঙ্গে নাচলেন অভিনেত্রী জাহ্নবী কাপূর৷
View this post on Instagram
জামনগরে অনন্ত- রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে নীল ঝলমলে অফ শোল্ডার গাউনে উপস্থিত হয়ে নজর কেড়ে নিলেন অভিনেত্রী আলিয়া ভাট৷
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী। দুজনের পরনেই কালো পোশাক। আর তা থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। সব অতিথিদের নজর প্রাক্তন ভারত অধিনায়ক ও তাঁর স্ত্রীর উপরেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনি এবং সাক্ষীর সাজের ছবি।
অনুষ্ঠানের প্রথম দিন আলো করলেন আমন্ত্রিত অতিথিরা। মহাসমারোহে সামিল হয়েছেন তারকা দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুরও। সঙ্গে প্রচারের আলো কেড়েছেন এই দম্পতির দুই পুত্র তৈমুর এবং জেহ-ও।
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে জামনগরে পৌঁছলেন ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশল৷
View this post on Instagram
এ যেন এক মহাসমারোহ। শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে শামিল হতে জামনগরে পৌঁছে গিয়েছেন দেশ-বিদেশের একাধিক তারকা ক্রিকেটার। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকা বিশাল লম্বা।
Musical maestros unite! Singers #SukhwinderSingh, #UditNarayan, #Pritam, #NeetiMohan, and #MonaliThakur grace the pre-wedding festivities of #AnantAmbani and #RadhikaMerchant in #Jamnagar with their melodious presence. 🎶 #AnantRadhikaPreWedding pic.twitter.com/IZgq0h4lmI
— News18 (@CNNnews18) March 2, 2024