বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে মেকওভার !

Last Updated:

কথায় আছে বাঘে ছুলে আঠারো ঘা, আর পুলিশ ছুলে ৩৬ ! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কটু অভিজ্ঞতাই এই প্রবাদের জন্ম

#কোরবা: কথায় আছে বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশ ছুঁলে ৩৬ ! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কটু অভিজ্ঞতাই এই প্রবাদের জন্ম দিয়েছে ৷ কিন্তু আজকের দুনিয়ায় অনেক সময় এই প্রবাদ একেবারে উলটে যায় ৷ ভুল প্রমাণিত হয় বহু দিন ধরে চলে আসা সাধারণের বিশ্বাস ৷ এরকমই এক অবিশ্বাস্য কাজ করে দেখালেন ছত্তিশগড়ের কোরবা জেলার কিছু পুলিশ অফিসার ৷ যার হাতে ধরে প্রমাণিত হল, পুলিশের পোশাকের ভিতরেও, বাস করে ভালো মানুষ !
সম্প্রতি এরকমই এক ছবি দেখল গোটা ছত্তিশগড় ৷ যেখানে জেলের মধ্যে থাকা এক ভারসাম্যহীন মানুষকে অবহেলা নয়, বরং নতুন জীবন ও রূপ দিলেন কোরবার জেলের অফিসাররা ৷
yuvak-5
advertisement
ঘটানটি ঘটল এমন ৷ বহুদিন ধরেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন ২৮ বছরের এক জনৈক ভারসাম্যহীন ব্যক্তি ৷ তাঁর নাম আসলে কেউ জানেন না? এলাকার লোকেদের কাছে সে শুধুই পাগল, উন্মাদ ৷ রাস্তার দোকানে দোকানে খাবার চেয়ে বেরাতেন এই মানুষটি ৷ কখনও খাবার না পেয়ে, হাত দিতেন রাস্তার মোড়ে রাখা ডাস্টবিনেও ৷ পরনে ছেড়াঁ, নোংরা পোশাক ৷ চুল এলোমেলো ৷ মুখে দাড়ি ৷ বহু মানুষেরাই আসতে-যেতে দেখেছে এই মানুষটিকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ ৷ এই সময়ই প্রায় দেবতার মতো এই ‘পাগল’-এর জীবনে এলেন কোরবা থানার কিছু পুলিশ অফিসার ৷ জেলের গাড়ি করেই তুলে নিয়ে গেলেন ব্যক্তিকে ৷ রাখলেন লকআপের ভিতর ৷ তারপর...
advertisement
গোটা একরাত লকআপেই থাকল ব্যক্তি ৷ তবে সকাল হতেই তার জীবনে উঠল নতুন সূর্য ৷ পুলিশ অফিসার ডেকে আনল নাপিত ৷ চুল কাটিয়ে, সাবান দিয়ে স্নান করানো হল ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ৷ তার জন্য রীতিমতো চাঁদা তুললেন পুলিশ অফিসারেরা ৷ কেনা হল নতুন জামা-প্যান্ট-জুতো ৷ হোটেল থেকে আনা হল স্বাদের খাবার ৷ নতুন রূপে নিজেকে দেখে আহ্লাদে আটখানা ওই রাস্তার ‘পাগল’ ৷ কিন্তু পুলিশের কাছে সে শুধুই নতুন বন্ধু !
বাংলা খবর/ খবর/দেশ/
বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে মেকওভার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement