বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে মেকওভার !
Last Updated:
কথায় আছে বাঘে ছুলে আঠারো ঘা, আর পুলিশ ছুলে ৩৬ ! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কটু অভিজ্ঞতাই এই প্রবাদের জন্ম
#কোরবা: কথায় আছে বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশ ছুঁলে ৩৬ ! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কটু অভিজ্ঞতাই এই প্রবাদের জন্ম দিয়েছে ৷ কিন্তু আজকের দুনিয়ায় অনেক সময় এই প্রবাদ একেবারে উলটে যায় ৷ ভুল প্রমাণিত হয় বহু দিন ধরে চলে আসা সাধারণের বিশ্বাস ৷ এরকমই এক অবিশ্বাস্য কাজ করে দেখালেন ছত্তিশগড়ের কোরবা জেলার কিছু পুলিশ অফিসার ৷ যার হাতে ধরে প্রমাণিত হল, পুলিশের পোশাকের ভিতরেও, বাস করে ভালো মানুষ !
সম্প্রতি এরকমই এক ছবি দেখল গোটা ছত্তিশগড় ৷ যেখানে জেলের মধ্যে থাকা এক ভারসাম্যহীন মানুষকে অবহেলা নয়, বরং নতুন জীবন ও রূপ দিলেন কোরবার জেলের অফিসাররা ৷
advertisement
ঘটানটি ঘটল এমন ৷ বহুদিন ধরেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন ২৮ বছরের এক জনৈক ভারসাম্যহীন ব্যক্তি ৷ তাঁর নাম আসলে কেউ জানেন না? এলাকার লোকেদের কাছে সে শুধুই পাগল, উন্মাদ ৷ রাস্তার দোকানে দোকানে খাবার চেয়ে বেরাতেন এই মানুষটি ৷ কখনও খাবার না পেয়ে, হাত দিতেন রাস্তার মোড়ে রাখা ডাস্টবিনেও ৷ পরনে ছেড়াঁ, নোংরা পোশাক ৷ চুল এলোমেলো ৷ মুখে দাড়ি ৷ বহু মানুষেরাই আসতে-যেতে দেখেছে এই মানুষটিকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ ৷ এই সময়ই প্রায় দেবতার মতো এই ‘পাগল’-এর জীবনে এলেন কোরবা থানার কিছু পুলিশ অফিসার ৷ জেলের গাড়ি করেই তুলে নিয়ে গেলেন ব্যক্তিকে ৷ রাখলেন লকআপের ভিতর ৷ তারপর...
advertisement
গোটা একরাত লকআপেই থাকল ব্যক্তি ৷ তবে সকাল হতেই তার জীবনে উঠল নতুন সূর্য ৷ পুলিশ অফিসার ডেকে আনল নাপিত ৷ চুল কাটিয়ে, সাবান দিয়ে স্নান করানো হল ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ৷ তার জন্য রীতিমতো চাঁদা তুললেন পুলিশ অফিসারেরা ৷ কেনা হল নতুন জামা-প্যান্ট-জুতো ৷ হোটেল থেকে আনা হল স্বাদের খাবার ৷ নতুন রূপে নিজেকে দেখে আহ্লাদে আটখানা ওই রাস্তার ‘পাগল’ ৷ কিন্তু পুলিশের কাছে সে শুধুই নতুন বন্ধু !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2016 6:28 PM IST