#AmitShahToNews18: News18-এর একান্ত আলাপচারিতায় অমিত শাহ, কী কী বললেন তিনি? রইল ঝলক

Last Updated:

News18 Network-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপচারিতায় অমিত শাহের বক্তব্যে যে যে প্রসঙ্গ গুলো উঠে এল তারই এক ঝলক রইল-

#দিল্লি: News18 Network-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপচারিতায় অমিত শাহের বক্তব্যে যে যে প্রসঙ্গ গুলো উঠে এল তারই এক ঝলক রইল---
দক্ষিণ-পূর্বে বিজেপির সাফল্যের হার
দ্বিতীয়বারের মতো বিজেপির দেশ শাসন যেন গোটা দেশে গেরুয়া ঝড়কে আরও বেশি দীর্ঘস্থায়ী করে তুলেছে ৷ তবে দেশের পূর্ব ও দক্ষিণে রাজনীতির লড়াইটা বিজেপির কাছে বরাবরই একটু কঠিন ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘গোটা দেশের মধ্যে বিজেপির সাফল্যের হারের চিত্র পূর্ব ও দক্ষিণে একটু অন্যরকমের ৷ তবে গোটা দেশেই বিজেপির ধীরে ধীরে ভালো ফল করে এগিয়ে যাচ্ছে ৷’
advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
News18-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানান, ২০২১ সালে বাংলায় হওয়া বিধানসভা নির্বাচনে আশা করছি বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে ৷ সঙ্গে তিনি আরও বলেন মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করছে বিজেপি ৷ তবুও আমরা বেশি সংখ্যা গরিষ্ঠতাই পাব বলে আশা রাখছি ৷
advertisement
কাশ্মীর প্রসঙ্গ
কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ জানান, কাশ্মীরের ভবিষ্যতের ছক আমাদের একেবারে তৈরি ৷ উপযুক্ত আমলাদের নিয়ে আমরা এক টিম তৈরি করেছি ৷ যারা কাশ্মীরের আগামী ১৫ বছরের ব্লু প্রিন্ট তৈরি করেছে ৷
advertisement
রাজনীতি বা ধর্মের রং লাগিয়ে গোটা দেশে যেভাবে ব্যক্তিগত আক্রমণ বা গণধোলাইয়ের ঘটনা বেড়েই চলেছে, সেই প্রসঙ্গে অমিত শাহ জানান, ‘এরকম ধরনের ঘটনা আগেও ঘটেছে ৷ জোর করে এই ঘটনাকে রাজনীতির রং না লাগানো ভালো ৷ আমার মনে হয় এটি একেবারে সামাজিক ইস্যু ৷’
ভাষার রাজনীতি
গোটা দেশে হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়া হোক ৷ সম্প্রতি হিন্দি ভাষা নিয়ে চলা অমিত শাহের বক্তব্য ও তার থেকে ওঠা বিতর্ক নিয়ে বলতে গিয়ে অমিত শাহ স্পষ্ট জানান, ‘আমার বক্তব্যকে ভুলভাবে ধরা হয়েছে ৷ আমি ইংরেজির বদলে হিন্দি ভাষার ব্যবহারের কথা বলেছি ৷ ঠিক যেমনটা আঞ্চলিক ভাষার ক্ষেত্রেও প্রাধান্য পাবে ৷ দেশের প্রত্যেকটি আঞ্চলিক ভাষার গুরুত্বকেই আমি বোঝাতে চেয়েছিলাম ৷’
advertisement
এনআরসি প্রসঙ্গ
দেশে রাজনীতি এনআরসি প্রসঙ্গ নিয়ে সরগরম ৷ আর এনআরসি প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ জানান, ‘এনআরসি বিষয়টি এখন গোটাটাই আইন ও আদালতের একতিয়ারে ৷ তবে কেউ যদি বাইরে থেকে এসে দেশের আভ্যন্তরীণ শান্তি নষ্ট করে তাহলে তাঁকে কখনই রিফিউজি ধরা যাবে না ৷ ’
রাম মন্দির প্রসঙ্গ
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: News18-এর একান্ত আলাপচারিতায় অমিত শাহ, কী কী বললেন তিনি? রইল ঝলক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement