Amit Shah| First National cooperative conference: লক্ষ্য দেশের সার্বিক সমৃদ্ধি, প্রথম সম্মেলনেই সহকারিতা মন্ত্রকের গুরুত্ব বুঝিয়ে দিলেন অমিত শাহ

Last Updated:

Amit Shah| First National cooperative conference: চলতি বছর জুলাই মাসেই এই নতুন মন্ত্রকের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ।আগে এই অংশটি ছিল কৃষিমন্ত্রকের অধীনস্থ।

দেশের প্রথম কো অপরেটিভ সম্মেলনে বক্তব্য রাখছেন অমিত শাহ।
দেশের প্রথম কো অপরেটিভ সম্মেলনে বক্তব্য রাখছেন অমিত শাহ।
#নয়াদিল্লি: দেশের প্রথম জাতীয় কো-অপরেটিভ (First National cooperative conference) সম্মেলনে সহকারিতা মন্ত্রকের মূল লক্ষ্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা co-operative মন্ত্রী অমিত শাহ।
চলতি বছর জুলাই মাসেই এই নতুন মন্ত্রকের কথা ঘোষণা করেছিল কেন্দ্র ।আগে এই অংশটি ছিল কৃষিমন্ত্রকের অধীনস্থ।  মনে করা হচ্ছে সমবায় ক্ষেত্রে জোর দেওয়ার জন্যই কেন্দ্র এই নতুন মন্ত্রক তৈরি করেছে।
advertisement
এদিনের অনুষ্ঠানে স্বাধীনতার ৭৫ বছর পর এই সহকারি মন্ত্রক তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেন অমিত শাহ। তিনি বলেন, "অতীতে বহু অবহেলা হয়েছে। এখন সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে গ্রামীণ কৃষিজীবীদের হাতে ফল পৌঁছে দিতে পারলেই সহকারিতা আন্দোলন সফল হবে"
advertisement
উল্লেখ্য দেশ-বিদেশ থেকে সাড়ে তিন কোটির বেশি দর্শক এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের প্রান্তিক শ্রেণীর মানুষকে এগিয়ে আনার কাজ করবে এই মন্ত্র। তিনি চাইছেন প্রতিটি গ্রামকে কো-অপারেটিভের সঙ্গে যুক্ত করে বিকাশের পথকে সুগম করতে।
সমবায়গুলিকে প্রায়ই করের ঝামেলায় পড়তে হয়। এই নিয়ে অমিত শাহ আজ বলেন, কেন্দ্র এই বিষয়ে ওয়াকিবহাল। কোঅপরেটিভ-ভুক্ত কোনও জনগোষ্ঠীকে যাতে কোনও রকম আসাম্যের মধ্যে না পড়তে হয় তা অচিরেই সুনিশ্চিত করবে কেন্দ্র।
advertisement
অমিত শাহ বলছেন, "কাজের সুযোগ যাতে বাড়ে, পাশাপাশি স্বচ্ছতাও যাতে রক্ষিত হয়, তাই আমাদের নতুন করে ভাবতে হবে।" নতুন মন্ত্রকের কাজ বোঝাতে গিয়ে আমুলের প্রসঙ্গ তুলে আনেন অমিত শাহ। বলেন, "আজ আমল যা করে দেখিয়েছে তা অনেক বড় কর্পোরেটও পারেনি। দেশের ৩৬ লক্ষ কৃষকের অন্ন যোগাচ্ছে আমুল।" অমিত শাহের যুক্তি, বন্যা হোক বা সাইক্লোন যে কোনও পরিস্থিতিতেই এই সেক্টর সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারে।
advertisement
অমিত শাও মনে করছেন কো-অপারেটিভ সম্পর্কে প্রথম দিশা দেখাতে পেরেছিলেন অটলবিহারী বাজপেয়ী। তার কথায় পটলের স্বপ্নকে বাস্তবায়িত করছে কেন্দ্র। কো-অপারেটিভের বাস্তবায়নের রাজ্যের সঙ্গে যে কোনও বিরোধ রাখতে চায় না কেন্দ্র সেকথাও বুঝিয়ে দেন অমিত শাহ।
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah| First National cooperative conference: লক্ষ্য দেশের সার্বিক সমৃদ্ধি, প্রথম সম্মেলনেই সহকারিতা মন্ত্রকের গুরুত্ব বুঝিয়ে দিলেন অমিত শাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement