করোনার ছায়া, বেঙ্গালুরুতে সতর্কতা মেনে দুর্গাপুজোর আয়োজন করছেন সিলেটি উদ্যোক্তারা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২০১৯এ বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনী (BSS) আয়োজিত দুর্গা পুজো ব্যাপক ফেলেছিল৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছিল দারুণ সাড়া৷ তবে এবছর করোনার কারণে বাড়তি সতর্কতা ও বিধিনিষেধের রয়েছে৷ তাই একপ্রকার নিঃশব্দেই হচ্ছে পুজো৷
#বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে সিলেটি সম্প্রদায় মানুষজনের আয়োজনে দুর্গাপুজো এবার দ্বিতীয় বছরে পা রাখল৷ ২০১৯-এ বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনী (BSS) আয়োজিত দুর্গা পুজো ব্যাপক চঞ্চল্য ফেলেছিল৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছিল দারুণ সাড়া৷ তবে এবছর করোনার কারণে বাড়তি সতর্কতা ও বিধিনিষেধ রয়েছে৷ তাই একপ্রকার নিঃশব্দেই হচ্ছে পুজো৷
এই পুজোর সভাপতি নবারুণ পুরকায়স্থ বলেছেন, "আমরা সর্বসম্মতভাবে এই বছরের দুর্গা পুজো অনেক কম পরিসরে এবং ন্যূনতম উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।"
ভারতের সিলিকন ভ্যালির এই দুর্গাপুজো এবার পুরোপুরি অনলাইনে নিয়ে আসছেন উদ্যোক্তারা৷ এ বছরের দুর্গাপুজো এবং তার সঙ্গে যুক্ত অনুষ্ঠানগুলি ফেসবুক, ইউটিউব এবং বিএসএসের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত করা হচ্ছে৷ বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনীর সাইটটি হল bssbangalore.com৷
advertisement
advertisement
এ বছর ১৭ সেপ্টেম্বর ছিল মহালয়া৷ তারপর গোটা ১ মাস ছিল মল মাস৷ মহালয়ার পর একটা মাস কাটিয়ে পুজোর ঢাকে কাঠি পড়েছে৷ মহালয়ার পর পুজোর আগমণী হিসেবে এই ক্লাবের পক্ষ থেকে সপ্তাহান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বেঙ্গালুরুতে বসবাসকারী সিলেটবাসীরা বহুদিন ধরে পুজোর কথা ভেবেছিলেন৷ তাদের জন্য BSS-এর দুর্গাপুজো যেন এক স্বপ্নপূরণ। বেঙ্গালুরুতে বহু বাঙালি এলাকায় দুর্গাপুজো হয়৷ তবে সিলেটিদের কাছে এই পুজোর আয়োজন ছিল তাদের পরিচয়ের বহিঃপ্রকাশের এক অংশ৷ সেই আগ্রহ থেকেই এই পুজোর শুরু৷
advertisement
২০০৫ সালে প্রতিষ্ঠিত বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনী, বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বহু বছর ধরে দুর্গা পূজা 'বিজয়া সম্মেলনী' আয়োজন করে আসছে।
সিলেটের শ্রীহট্ট আগে পূর্ববঙ্গের অংশ থাকলেও বর্তমানে দক্ষিণ অসমের কিছু অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলের বসবাসকারীরা সিলেটি হিসেবে পরিচিত৷ সিলেটি ভাষাও বাংলার উপভাষা হিসাবে চিহ্নিত এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে এই ভাষা ব্যবহৃত হয়। সিলেটিরা এখন ছিড়েয়ে রয়েছেন ভারত তথা বিশ্বজুড়ে৷ BSS বা বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনীদের তথ্য অনুসারে শুধুমাত্র বেঙ্গালুরুতে প্রায় তিন লাখ সিলেটি রয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2020 3:58 PM IST