Indians Deported From America: হাতকড়া পরানো, পায়ে বেড়ি! ২০৫ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে পৌঁছল মার্কিন সেনার বিমান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অমৃতসরে পৌঁছনোর পর এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে বিদেশমন্ত্রক৷
অমৃতসর: আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারী ২০৫ জন ভারতীয়কে নিয়ে মার্কিন সেনাবাহিনীর বিমান অমৃতসরে পৌঁছল৷ বুধবার বিকেলে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় মার্কিন সেনার বিমানটি৷ গতকালই আমেরিকার টেক্সাস থেকে এই বিমানটি রওনা দেয়৷ আজ ভোরে অমৃতসরে পৌঁছনোর কথা থাকলেও কয়েকঘণ্টা দেরিতে বিমানটি অমৃতসরে অবতরণ করে৷
সূত্রের খবর, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আমেরিকা থেকে যাঁদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাসিন্দা রয়েছেন গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের৷ এর পরেই সবথেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের৷ জানা গিয়েছে, বিমানে ফেরত পাঠানো প্রত্যেককেই হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় আমেরিকা থেকে৷ সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা৷
advertisement
Punjab: A U.S. military aircraft landed at Amritsar’s Sri Guru Ramdas International Airport, bringing deported Indian nationals from the United States pic.twitter.com/qUMVqCJdJn
— IANS (@ians_india) February 5, 2025
advertisement
আরও পড়ুন: রেলের বরাদ্দে বাংলাকে বঞ্চনা হয়নি, দাবি বৈষ্ণবের! মমতাকেই পাল্টা অনুরোধ করলেন রেলমন্ত্রী
advertisement
অনুপ্রবেশকারী হিসেবে যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিভিন্ন এজেন্টের মাধ্যমে একাধিক জায়গায় ঘোরার পর তাঁদের বেআইনি ভাবে আমেরিকায় বসবাস করার অভিযোগে গ্রেফতার করা হয়৷ একজন শীর্ষ কর্তার কথায়, ‘বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশের জন্য এরা প্রত্যেকেই এজেন্টদের মোটা টাকা জমা দিয়েছেন বলে দাবি করেছেন৷ বিভিন্ন এজেন্টদের হাতে পড়ে এরা প্রতারিত হয়েছেন৷ কিন্তু তাঁরা নিজেরাই এই বেআইনি পথ অবলম্বন করেছিলেন৷’
advertisement
অমৃতসরে পৌঁছনোর পর এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে বিদেশমন্ত্রক৷ যাঁদের ভারতে প্রত্যর্পণ করা হল, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা পরে ঠিক করা হবে বলে জানানো হয়েছে৷ আমেরিকা থেকে এরকম আরও অনেক অনুপ্রবেশকারী ভারতীয়কে ফেরানোর সম্ভাবনা রয়েছে বলেই কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা মনে করছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 3:22 PM IST