Amazon-এ বিক্রি হচ্ছে অভিনব NRC-CAA টি শার্ট!
Last Updated:
#নয়াদিল্লি: নাগরিকত্ব আইন এবার টি-শার্টে ৷ সোশাল সাইটে সেই টি-শার্ট দেদার বিকোচ্ছে ৷ নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে টি-শার্ট ৷ সিএএ , এনআরসি ও এনপিআর লেখা থাকছে টি-শার্টে ৷ পক্ষের টি-শার্টে সবুজ টিক আর বিপক্ষের লাল ক্রশ ৷ ৩১ শতাংশ ছাড়ে বিকোচ্ছে অভিনব টিশার্ট৷ দাম মাত্র ৫৪৯ টাকা৷
নাগরিকত্ব অধিগ্রহণ বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই উত্তাল দেশ৷ কোথাও বিক্ষোভের আবহ ৷ আবার কোথাও অভিনন্দন যাত্রা৷ উত্তাল রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্ত। দিল্লির শাহিনবাগের আদলে বিক্ষোভের আঁচ কলকাতার পার্ক সার্কাসেও৷
বাংলার মুখ্যমন্ত্রী সহ একাধিক বিরোধী দলের নেতারা প্রতিবাদে সামিল৷ আবার শাসক বিজেপি আইনের সমর্থনে করছে প্রচার ।এরই মাঝে দেশের অন্যতম অনলাইন শপিং সংস্থা আমাজন এই ইস্যুতে রীতিমতো ব্যবসায় নামলো ।
advertisement
advertisement
সাদা গেঞ্জির ওপর কালো রঙে এনআরসি, সি এ এ, এন পি আর লেখা। দু রকমের টি-শার্ট বিক্রি হচ্ছে। সমর্থন করে আর বিরোধিতা করে।দাম দু ধরনেরই ৮০০ টাকা৷ গ্রেট ইন্ডিয়ান সেল এর জন্য৩১ শতাংশ ছাড় ৷ এক একটি টি-শার্টের দাম পড়ছে ৫৪৯ টাকা।
এনআরসি ইস্যুতে দেশজোড়া প্রতিবাদের আঁচ এই টিশার্টের বিক্রিতেও৷ দেশ যেমন বিক্ষোভে উত্তাল, তেমন ভাবেই আমাজন ডট ইন ওয়েব সাইটে এই টি শার্ট বিক্রি এবং রেটিং এও এনআরসি, সি এ এ, এন পি আর বিরোধীরাই এগিয়ে আছে।
advertisement
পক্ষের টি শার্টের মধ্যে সবুজ রঙে টিক দেওয়া। আর বিরোধিতা করার টি শার্টে লাল রং দিয়ে কেটে দেওয়া।রেটিং এর দিক থেকে বিরোধিতা করার টি শার্টে ৫ এর মধ্যে ৩ থাকলেও সমর্থনের টি শার্টে রেটিং মাত্র ১। এখানেও নাগরিকত্ব সংশোধন আইন বিরোধীরা অনেকাংশেই এগিয়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2020 3:46 PM IST