অমরনাথ যাত্রায় ব্রেক ফেল বাসের! পিছনে থাকা পর পর ৫টি বাসের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা! ছিটকে পড়লেন ৬ তীর্থযাত্রী
- Published by:Tias Banerjee
Last Updated:
যাত্রাপথে এক কনভয়ের বাসগুলোর ব্রেক ফেল করায় তারা একে অপরের সঙ্গে ধাক্কা মারে। তৎক্ষণাৎ পুলিশ ও স্বাস্থ্য দফতরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত তীর্থযাত্রীদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
জম্মু ও কাশ্মীরের রামবান জেলার চান্দেরকোট লঙ্গর সাইটের কাছে অমরনাথ যাত্রার পথে পহেলগামমুখী পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষে ছয়জন যাত্রী আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
প্রশাসন জানায়, অমরনাথ যাত্রাপথে এক কনভয়ের বাসগুলোর ব্রেক ফেল করায় তারা একে অপরের সঙ্গে ধাক্কা মারে। তৎক্ষণাৎ পুলিশ ও স্বাস্থ্য দফতরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত তীর্থযাত্রীদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই, চলবে ৯ অগাস্ট পর্যন্ত, যা শ্রাবণ পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার সঙ্গে মিলে যাচ্ছে।
advertisement

advertisement
এই যাত্রায় তীর্থযাত্রীরা ৩,৮৮৮ মিটার উচ্চতায় হিমালয়ের গুহা মন্দিরে পৌঁছনোর জন্য দুটি রুট ব্যবহার করেন—
১. ঐতিহ্যবাহী পহেলগাম রুট
২. তুলনামূলকভাবে ছোট ও দ্রুতগামী বালটাল রুট
পহেলগাম রুটে যাঁরা যাত্রা করেন, তাঁদের চন্দনওয়ারি, শেশনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে প্রায় ৪৬ কিমি হাঁটতে হয় গুহামন্দিরে পৌঁছনোর জন্য।
advertisement
এই ঘটনার মধ্যেই শনিবার আরও ৬,৯৭৯ জন তীর্থযাত্রী জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছেন কড়া নিরাপত্তায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই দিনে প্রায় ২৬,৮০০ জন তীর্থযাত্রী গুহামন্দিরে ‘দর্শন’ করেছেন।
সবচেয়ে সাম্প্রতিক ব্যাচটি ভগবতীনগর যাত্রা নিবাস থেকে রওনা হয়েছে দুটি নিরাপত্তাবেষ্টিত কনভয়ে, যাতে ছিল ৩১২টি গাড়ি। এর মধ্যে ২,৭৫৩ জন বালটাল বেস ক্যাম্পে যাচ্ছেন, আর ৪,২২৬ জন পহেলগাম (নুনওয়ান) বেস ক্যাম্পে যাচ্ছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 10:31 AM IST