পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অমরিন্দর সিং
Last Updated:
পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
#চন্ডীগড়: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ বব্বর, অম্বিকা সোনির মতো হেভিওয়েট কংগ্রেস নেতারা।
সকাল ১০.১৬ মিনিট নাগাদ রাজভবনে শপথ নেন অমরিন্দর। রাজভবনে রাজ্যপাল ভি পি সিং বাদনোরে শপথ বাক্য পাঠ করান তাঁকে ৷
এবারের পাঞ্জাবের কংগ্রেসী মন্ত্রিসভায় অন্যতম হেভিওয়েট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সিধু। মন্ত্রীসভার নয় মন্ত্রীর মধ্যে তৃতীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন নভজ্যোৎ সিং সিধু ৷ উল্লেখ্য, পঞ্জাবে সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন, সেখানে বিজয়ী কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৭ ৷
advertisement
advertisement
শপথে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত কারনে হাজির থাকতে পারেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2017 12:26 PM IST