শিশু ধর্ষণের শাস্তি হোক লিঙ্গচ্ছেদ, দাবি মাদ্রাজ হাইকোর্টের
Last Updated:
দেশে ধর্ষণের ঘটনা যেমন বাড়ছে ৷ তেমনি বাড়ছে শিশু ধর্ষণের সংখ্যাও ৷ কিন্তু এই ঘৃণ্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অনেকে ৷ সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য কেন্দ্রকে আরও কড়া আইন প্রনয়ন করার দাবি জানাল মাদ্রাজ হাইকোর্ট ৷ শিশুধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি হোক ‘লিঙ্গচ্ছেদ’ ৷ এমন আইন প্রনয়ন করার দাবি জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট ৷
#চেন্নাই: দেশে ধর্ষণের ঘটনা যেমন বাড়ছে ৷ তেমনি বাড়ছে শিশু ধর্ষণের সংখ্যাও ৷ কিন্তু এই ঘৃণ্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অনেকে ৷ সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য কেন্দ্রকে আরও কড়া আইন প্রনয়ন করার দাবি জানাল মাদ্রাজ হাইকোর্ট ৷ শিশুধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি হোক ‘লিঙ্গচ্ছেদ’ ৷ এমন আইন প্রনয়ন করার দাবি জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট ৷ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে দিনের পর দিন শিশুধর্ষণের ঘটনা বেড়েই চলেছে ৷ কিন্তু আদালত কতদিন আর এই নীরব দর্শকের ভূমিকা পালন করবে ? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকারন বলেন, ‘এই ঘৃণ্য অপরাধ আটকাতে বর্তমান আইন ব্যর্থ। আদালত বিশ্বাস করে এ ক্ষেত্রে লিঙ্গচ্ছেদের সাজা শোনালে ম্যাজিকের মতো কমবে এই অপরাধের সংখ্যা।’ তিনি আরও জানান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা-সহ ন’টি আমেরিকান প্রদেশ, রাশিয়া, পোল্যান্ডে শিশুদের উপর যৌন নির্যাতনের শাস্তি লিঙ্গচ্ছেদ। সেখানে এই শাস্তির আইনি প্রচলনের পরেই অনেক কমেছে শিশুদের উপর যৌননির্যাতনের ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2015 1:45 PM IST