Agni Prime Missile Launch: অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল ভারত...এবার ট্রেন থেকে ছোঁড়া হল মিসাইল! পরমাণু শক্তিধর Agni Prime-কে সমঝে চলবে চিন-পাকিস্তান

Last Updated:

সফল উৎক্ষেপণের পরে ভারতের ডিফেন্, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড (SFC) এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

News18
News18
নয়াদিল্লি: সে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র হোক কী মাঝারি কী দূরপাল্লার৷ ভারত দু’দিন অন্তর অন্তরই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে থাকে৷ কিন্তু, ২৫ সেপ্টেম্বর অগ্নি প্রাইমের উৎক্ষেপণ এই সবের মধ্যে যেন একটু আলাদা৷ কারণ, এই প্রথমবার রেল বেসড লঞ্চারের মাধ্যমে মাঝারি পাল্লার পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত৷ ক্ষেপণাস্ত্রটি বয়ে নিয়ে গেল ভারতীয় রেলের লোকোমোটিভ ইঞ্জিন৷
সফল উৎক্ষেপণের পরে ভারতের ডিফেন্, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড (SFC) এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
এই সফল উৎক্ষেপণের অর্থ হল ভারত এখন কেবল স্থলভাগের সাইলো, সড়ক-ভিত্তিক ক্যানিস্টার, বিমান এবং সাবমেরিন থেকে নয়, বরং তার বিশাল রেলওয়ে গ্রিড থেকেও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে।
advertisement
advertisement
advertisement
অগ্নি প্রাইম মিসাইল কী?
অগ্নি প্রাইম, এটি অগ্নি-পি নামেও পরিচিত, ভারতের অগ্নি সিরিজের ষষ্ঠ ক্ষেপণাস্ত্র। এটি একটি দ্বি-পর্যায়ের, সলিড-প্রোপেল্যান্ট ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত৷ অর্থাৎ, এটি পাকিস্তান এবং চিনের বেশিরভাগ অংশ জুড়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
advertisement
ক্ষেপণাস্ত্রটি ক্যানিস্টারাইজড, অর্থাৎ, এটি একটি সিল করা লঞ্চ টিউবে সংরক্ষণ এবং পরিবহণ করা হয়। এর ফলে ক্ষেপণাস্ত্রটি তার ওয়ারহেডের সাথে সংযুক্ত থাকে এবং স্বল্প সময়ের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷
এখনও পর্যন্ত, অগ্নি প্রাইম রোড-মোবাইল ট্রাক লঞ্চারে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবারের পরীক্ষাটি রেল-ভিত্তিক প্ল্যাটফর্মে করা হল।
advertisement
রেল-ভিত্তিক লঞ্চ কেন গুরুত্বপূর্ণ?
রেল-ভিত্তিক লঞ্চ গোটা বিষয়টাকে কৌশলগত দিক থেকে অনেকখানি গুরুত্বপূর্ণ করে তোলে৷ ভারতের রেল নেটওয়ার্ক, যা প্রায় ৭০,০০০ কিলোমিটার ট্র্যাক সহ বিশ্বের চতুর্থ বৃহত্তম, সেই রেল নেটওয়ার্ক ব্যবহার করে এটি দেশের যে কোনও প্রান্ত নিয়ে যাওয়া যেতে পারে ও ব্যবহার করা যেতে পারে৷ নির্দিষ্ট সাইলো বা পরিচিত ঘাঁটি থেকে অনেক দূরে।
advertisement
এগুলি ট্রেনের টানেলের মধ্যে লুকিয়ে রাখা যেতে পারে, নিয়মিত ট্র্যাফিকের আড়ালে স্থানান্তরিত করা যেতে পারে এবং অপ্রত্যাশিত স্থান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এর ফলে শত্রু উপগ্রহ বা নজরদারি ব্যবস্থার পক্ষে আগে থেকে তাদের শনাক্ত করা এবং টার্গেট করা অনেক কঠিন হয়ে পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agni Prime Missile Launch: অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল ভারত...এবার ট্রেন থেকে ছোঁড়া হল মিসাইল! পরমাণু শক্তিধর Agni Prime-কে সমঝে চলবে চিন-পাকিস্তান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement