আর জুতো নিয়ে যন্ত্রণা নয়, স্বপ্নার জন্য বিশেষ শ্যু বানাবে অ্যাডিডাস
Last Updated:
নতুন স্বপ্নের উড়ানে স্বপ্নার নতুন ডানা
#কলকাতা : শুধু আর্থিক দুর্দশাই নয়, এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্নার ইভেন্টে নামার আরও এক প্রতিবন্ধকতা রয়েছে ৷ তাঁর দুটি পায়েই ৬ টি করে আঙুল ৷ ফলে সাধারণ জুতো পরে ট্রেনিং করা থেকে পারফর্ম করা সবতেই নিজেকে মানিয়ে নিতে হয় স্বপ্নাকে ৷
তবে এই কষ্ট আর বেশিদিন নয় ৷ এবার থেকে স্বপ্না তাঁর প্রয়োজনমতো বিশেষ জুতো পাবেন ৷ SAI ইতিমধ্যেই কথা বলেছে স্বপ্নার কোচ সুভাষ সরকারের সঙ্গে ৷
স্বপ্নার ১২ আঙুলের সৌজন্যে প্রেসার পয়েন্ট আলাদা ফলে কাস্টমাইজইড স্পাইকও লাগে ৷ লাগে বিশেষ সাইজ ৷ এই সবগুলি জেনে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের সঙ্গে কথা বলেছে SAI৷
advertisement
advertisement
SAI-র ডিরেক্টর নীলম কাপুর জানিয়েছেন ইতিমধ্যেই অ্যাডিডাস এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে ৷ জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা পেয়েছেন স্বপ্না বর্মন ৷ তারপরেই সোনার মেয়ের সব ধরণের সুবিধা করে দিতে বদ্ধপরিকর SAI৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2018 6:01 PM IST