Acid Attack: কালো হওয়ার ‘অপরাধে’ স্ত্রীর গায়ে অ্যাসিড মাখিয়ে তাঁর পেটে জ্বলন্ত ধূপকাঠি চেপে ধরল স্বামী! পৈশাচিক নির্যাতনে মৃত্যু বধূর
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Acid Attack:স্ত্রী গন্ধটা আম্লিক বা অ্যাসিডিক বলে অভিযোগ করলেও, কিষাণ থামেনি। তার পর সে তার স্ত্রীর পেটে একটি জ্বলন্ত ধূপকাঠি চেপে ধরে।
উদয়পুর : স্ত্রীর “কালো গায়ের রং” এবং তাঁর শারীরিক ওজন নিয়ে বিরক্ত করত স্বামী। সংসারের ছোটখাটো, তুচ্ছাতিতুচ্ছ জিনিস নিয়ে বার বার তাঁর সঙ্গে ঝগড়া করত। স্ত্রীর গায়ের রঙ কালো হওয়ায় তার স্বামী কিষাণ প্রায়ই তাঁকে কটূক্তি করত। এক রাতে কিষাণ তার স্ত্রী লক্ষ্মীকে বলে যে সে তার জন্য একটি ওষুধ এনেছে এবং স্ত্রী সারা শরীরে ওই ওষুধ লাগিয়েও দেয়। স্ত্রী অ্যাসিডিক গন্ধের অভিযোগ করলেও স্বামী কিষাণ কোনও গুরুত্ব দেয়নি।
স্ত্রী গন্ধটা আম্লিক বা অ্যাসিডিক বলে অভিযোগ করলেও, কিষাণ থামেনি। তার পর সে তার স্ত্রীর পেটে একটি জ্বলন্ত ধূপকাঠি চেপে ধরে। এর পর তার শরীরে আগুন ধরে যায়। স্ত্রী লক্ষ্মী যখন জ্বলছিল, তখন বাকি ‘ওষুধ’ (অ্যাসিড) কিষাণ ঢেলে দেয় স্ত্রীর শরীরে৷ পৈশাচিক এই অত্যাচারে মৃত্যু হয় লক্ষ্মীর৷
কিষাণের বিরুদ্ধে উদয়পুরের বল্লভনগর থানায় একটি মামলা দায়ের করা হয়৷ তাকে অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির করা হয়। সরকারি আইনজীবী দীনেশ পালিওয়াল বলেন, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী লক্ষ্মীর গায়ের কালো রঙের জন্য তীব্র তিরস্কার করত এবং সেই কারণেই সে স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ বিবাহিত মেয়ে! রাগের কোপে প্রেমিক ও মেয়েকে মেরে কুয়োয় ফেললেন বাবা!
কিষাণকে দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড ঘোষণা করেছে আদালত৷ রায় ঘোষণার সময় বিচারক বলেন যে, আজকাল এই ধরনের নির্যাতন প্রচুর ঘটছে। আর সমাজে চোখে আদালতের প্রতি সম্ভ্রম বজায় রাখার জন্য, দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2025 9:34 AM IST








