Accident: কী ভয়ঙ্কর! ধসে পড়ল মন্দিরের দেওয়াল, মুহূর্তে মৃত্যু ৯ শিশুর! আহত বহু, কোথায় ঘটল এই ঘটনা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়।
ভোপাল: মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু হল ৯ শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। শাহপুরের হরদৌল বাবা মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক এই ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই ঘটনায় ব্যথিত। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আশা করি আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। সরকার প্রতিটি পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা দেবে।”
উল্লেখ্য, মধ্যপ্রদেশের রেওয়া জেলায় দেওয়াল ধসে চার শিশু মারা যাওয়ার একদিন পরই এমন মর্মান্তিক ঘটনা ঘটল। ৫-৭ বছর বয়সী শিশুরা স্কুল থেকে ফেরার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। মৃত সব শিশুরই বয়স ১৪ বছরের আশেপাশে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 1:09 PM IST