নামাজ না পড়ায় নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করল পিসি !

Last Updated:

এটাই তার ‘অপরাধ’ ৷ নামাজ পড়তে ভাল লাগত না ছোট্ট মেয়েটার ৷ শুধুমাত্র এই যুক্তিতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ১৫ বছরের ভাইঝিকে খুন করল তার পিসি ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল টপ এলাকায় ৷

#মুম্বই: এটাই তার ‘অপরাধ’ ৷ নামাজ পড়তে ভাল লাগত না ছোট্ট মেয়েটার ৷ শুধুমাত্র এই যুক্তিতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ১৫ বছরের ভাইঝিকে খুন করল তার পিসি ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল টপ এলাকায় ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিসি-সহ আরও দুই আত্মীয়াকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নাবালিকা ৷
মায়ের মৃত্যুর পর থেকে পিসির কাছেই থাকত ওই নাবালিকা ৷ বাবা বাইরে কাজ করেন ৷ তাই মেয়েকে নিজের বোনের বাড়িতে রেখে যেতেন তিনি ৷ গত শুক্রবারের ঘটনা ৷ ওইদিন নামাজ পড়ার দিন ৷ কিন্তু প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও নামাজ পড়তে ভাল না লাগায় আপত্তি জানিয়েছিল ওই নাবালিকা ৷ এতেই রেগে যান নাবালিকার পিসি ৷ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন তাকে ৷
advertisement
advertisement
পরে ঘটনা ধামাচাপা দিতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে ৷ বলা হয়, বাথরুমে পড়ে গিয়ে মারা গিয়েছে সে ৷ কিন্তু চিকিৎসকের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি ৷ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে ৷ অ্যান্টপ হিল থানার ইনস্পেকটর সুদর্শন পৈঠানকর জানান, জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন নেন ওই মহিলা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নামাজ না পড়ায় নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করল পিসি !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement