অদ্ভুত কাণ্ড! নকল Remdsivir নিয়ে সেরে উঠেছে ৯০ শতাংশ করোনা রোগী!

Last Updated:

১০০-র বেশি রোগী সেরে ওঠায় নকল ওষুধ বিক্রির দায়ে ধরা পড়া ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করতে পারছে না পুলিস।

#নয়াদিল্লি: ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রন্ত হচ্ছেন বহু মানুষ। সঠিক পদ্ধতিতে চিকিত্সা পেয়েও অনেক করোনা রোগী বাঁচতে পারছে না। আর এখানে কি নকল রেমডেসিভির ওষুধ নিয়ে করোনা রোগীরা সেরে উঠছে! হ্যাঁ, এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশে। সেখানে নকল রেমডেসিভির ইঞ্জেকশন নিয়ে সেরে উঠেছে ৯০ শতাংশ করোনা রোগী। ফলে নকল ওষুধ সরবরাহের অভিযোগে পুলিস যাদের পাকরাও করেছিল, তাদর বিরুদ্ধে হত্যার মামলা করা যাচ্ছে না। এমনকী ওই নকল ইঞ্জেকশন নিয়ে অনেকের ফুসফুসের সংক্রমণও কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাহ সিং চৌহান অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আপাতত সেরকম কিছুই করতে পারছে না পুলিস।
ইন্দৌর ও জবলপুরে সেইসব নকল ইঞ্জেকশন ছড়িয়েছিল। অভিযুক্তরা পুলিসের জেরার স্বীকার করেছিল, গুজরাতের একটি দলের কাছ থেকে তারা ইঞ্জেকশন গুলি কিনেছিল। এর পর ইন্দৌরে প্রায় ৭০০ ও জবলপুরে ৫০০টি ইঞ্জেকশন ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ইঞ্জেকশন নেওয়ার পর ১০ জন প্রাণ হারিয়েছে বলে জনিয়েছে পুলিস। আর প্রশাসনের তরফে মৃতদেহগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ফলে এখন পুলিস আরও সমস্যায় পড়েছে। মৃত ব্যক্তিদের মৃত্যুর কারণ ওই নকল ইঞ্জেকশন নাকি অন্য কিছু, তা আর প্রমাণ হওয়ার কোনও রাস্তা নেই। এদিকে, নকল ইঞ্জেকশন নেওয়ার পর ১০০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী সেরে উঠেছে। তাঁদের ফুসফুসের সংক্রমণও সেরে উঠেছে পুরোপুরি। যা দেখে প্রশাসনকি কর্তারা অবাক।
advertisement
p style="text-align: justify;">অভিযুক্তরা স্বীকার করেছিল, ওই ইঞ্চেকশনগুলিতে গ্লুকোজ জল পুড়ে দেওয়া হয়েছিল। তা হলে কি ফুসফুসের সংক্রমণ সারাতে কি গ্লুকোজের জল কার্যকরী ভূমিকা নিচ্ছে! এই নিয়ে মধ্যপ্রদেশের অনেক প্রশাসনিক কর্তাই চিকিত্সকদের গবেষণা করার অনুরোধ করেছেন। তবে আরও অনেকে সেই নকল ইঞ্জেকশনগুলি কিনেছে। তাঁদের কোনওভাবেই খুঁজে বের করতে পারছে ন পুলিস প্রশাসন। কারণ হাসপাতালে তাদের কোনও রেকর্ড নেই। তবে ১০০-র বেশি রোগী সেরে ওঠায় নকল ওষুধ বিক্রির দায়ে ধরা পড়া ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করতে পারছে না পুলিস।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অদ্ভুত কাণ্ড! নকল Remdsivir নিয়ে সেরে উঠেছে ৯০ শতাংশ করোনা রোগী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement