#মুম্বই: মুম্বইয়ে ভিওয়ান্ডিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিনতলা বাড়ি ৷ ঘটনাটি সোমবার ভোরবেলা ঘটেছে ৷ ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৫ থেকে ৪০ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও এনডিআরএফ-এর টিম ৷ স্থানীয় মানুষের সাহায্যে এখনও পর্যন্ত ২০ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আটকে থাকা বাকি ২৫ জনের জন্য উদ্ধারকাজ চলছে ৷ ANI-র খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে ৷
#UPDATE Death toll rises to 8 in Bhiwandi building collapse incident. Five more people have been rescued: Thane Municipal Corporation PRO #Maharashtra https://t.co/kGgAEs3vDP
— ANI (@ANI) September 21, 2020
থানে নগর নিগমের পিআরও জানিয়েছেন, ঘটনাটি ভোর ৩টে ২০ মিনিটে ঘটেছে ভিওয়ান্ডির পটেল কম্পাউন্ডে ৷ এখনও পর্যন্ত ৮টি মৃতদেহ বের করা হয়েছে ৷
#UPDATE: 20 people have been rescued by locals. At least 20-25 people are feared to be trapped, as per initial information: NDRF #Maharashtra https://t.co/9juGy51cNW pic.twitter.com/kIAURWPdpt
— ANI (@ANI) September 21, 2020
জানা গিয়েছে, ১৯৮৪ সালে তৈরি হয়েছিল অ্যাপার্টমেন্টটি ৷ ভোর রাতে বিল্ডিংয়ের অর্ধেক অংশ ভেঙে পড়ে ৷ বিল্ডিংটি বিপজ্জনক বলে আগেই ঘোষণা করা হয়েছিস ৷ নোটিস পাওয়ার পর বেশ কিছু মানুষ বিল্ডিং ছেড়ে চলে যান ৷ কিন্তু বেশ কিছু জন বিপজ্জনক জেনেও এখানেই থাকতেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Building Collapse