পাঁচশো কোটি টাকার হীরের গণেশ! দেখার সুযোগ বছরে মাত্র একবারই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
500 Croroe Rupee Ganapati: হীরের গণেশ। দাম ৫০০ কোটি। বারবার দেখার সুযোগ হবে না।
#সুরাট, কীর্তেশ প্যাটেল: আজকের দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হচ্ছে সারা দেশে। ১৬ বছর আগে সুরাটের কাতারগাম এলাকায় পাণ্ডব পরিবার ২৭ ক্যারাটের একটি আসল হীরা খুঁজে পেয়েছিল।
গণপতির আকারে সেই পরিবার তাঁদের বাড়িতে ওই হীরাটি রেখেছে। এই দিনে পরিবারের সদস্যরা বাড়িতে গণপতির প্রতিষ্ঠা করেন। এই হীরের তৈরি গণপতির বাজার মূল্যের দিকে তাকালে হা হয়ে যাবেন। বর্তমান বাজার দর অনুযায়ী, সিদ্ধাদাতা গণেশের আকৃতির এই হীরাটির দাম প্রায় ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন- ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-
আজ, সারা দেশে মহাড়ম্বরে পালিত হচ্ছে সিদ্ধিতা গণেশের প্রতিষ্ঠা দিবস। সুরাটেও রিয়েল ডায়মন্ড গণেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটি ডায়মন্ড সিটি নামে পরিচিত। সুরাটের কাতারগাম এলাকায় বসবাসকারী পাণ্ডব পরিবার হীরের কাজ করার সময় এটি পেয়েছিলেন। সেই হীরেটি তারা বিক্রি করেননি। গণেশের আকার দেওয়া হয়। দেখে মনে হবে জ্বলন্ত গণপতি।
advertisement
advertisement
পরিবারের লোকজন বছরের পর বছর ধরে বাড়িতে এটি স্থাপন করে আসছে। পান্ডব পরিবার ডায়ন্ডস অফ ইন্ডিয়া মারফত এটির খোঁজখবর করেছিল। দেখা গেছে, এটি একটি প্রাকৃতিক হীরা। তাঁদের কাছে একটি শংসাপত্রও রয়েছে। এটি হীরের একক টুকরা। আজকের দিনে দাঁড়িয়ে বাজার মূল্য অনুযায়ী এই হীরাটির দাম প্রায় ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন- স্যুইমিং পুলে সাঁতার, নেমে এল চরম পরিণতি, হার্ট অ্যাটাকের শিকার ১৯ বছরের যুবক
এই পরিবার গত ১৬ বছর ধরে এই হীরাটি সংরক্ষণ করে আসছে। অজকের দিনে প্রতি বছর হীরের গণেশ স্থাপন করা হয়। দশ দিন পর হীরাটি দুধে ধুইয়ে আবার ভল্টে রাখা হয়। এই হীরাটি সুরাটের কাতারগাম এলাকার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 4:44 PM IST