Terrorist Encounter: ৪ বছরের শিশু পুত্রের মর্মান্তিক আর্তি, ‘‘বাবা বেরিয়ে এস, এরা কিছু করবে না’’

Last Updated:

অত্যন্ত মর্মস্পর্শী ভিডিও এখন ভাইরাল৷

#শোপিয়ান :  জম্মু -কাশ্মীরে (Jammu-Kashmir) শোপিয়ানে (Shopian) সুরক্ষাকর্মীরা (Security Forces)  জঙ্গিদের ওপর হামলা চালাল৷ এই ঘটনার একটি ভাইরাল ভিডিও  (Viral Video)  তৈরি হয়ে গেছে৷ এই ভিডিওতে একটি চার বছরের শিশু নিজের ‘জঙ্গি’ বাবাকে ঘর থেকে বেরিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছে৷ তাঁর আবেদন অত্যন্ত মর্মস্পর্শী৷ শিশুটির সঙ্গে তাঁর মা-ও রয়েছেন৷ তিনিও নিজের স্বামীকে লাগাতার আত্মসমর্পণের আবেদন করছেন৷ কিন্তু মা ও ছেলের সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছে কারণ তাঁর বাকি উগ্রপন্থী সহযোগীরা কেউ তাঁকে বাইরে বেরিয়ে এসে আত্মসমপর্ণ করার কোনও সুযোগ দিচ্ছে না৷
২৫ বছরের আকিব আহমেদ মলিক প্রায় মাস তিনেক আগে আতঙ্কবাদী দলে নিজের নাম লেখান৷ শোপিয়ানে সদ্য সদ্য হওয়া সুরক্ষা আধিকারকিদের একটি তল্লাশিতে তাঁদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়৷ মালিক যে ঘরে ছিলেন সে ঘরে তাঁর সঙ্গে আরও সহযোগিরা ছিলেন৷ সেখানেই জওয়ানরা তাঁর স্ত্রা ও ছেলেকে নিয়ে পৌঁছয়৷ তাঁরা বারবার সেই ব্যক্তিকে ঘর থেকে বেরিয়ে এসে সারেন্ডার করার আবেদন করতে থাকে৷ ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি লাগাতার তার বাবাকে আবেদন করছে বাইরে বেরিয়ে আসতে আর তার সঙ্গে সে এটাও বলছে যে যাঁরা বাইরে আছেন তাঁরা বাবার কোনও ক্ষতি করবে না৷ সে বলছিল, 'बाहर आ जाओ, वे आपको नुकसान नहीं पहुंचाएंगे. बाहर आ जाओ, मैं आपको याद कर रहा हूं.'- অর্থাৎ ‘‘বাইরে চলে এস, এরা তোমার কোনও ক্ষতি করবে না৷ বাইরে এসো, আমার তোমার কথা মনে পড়ছে৷ ’’
advertisement
advertisement
সেনা সূত্রে খবর মালিক বাইরে এসে আত্মসমর্পণ করতে চাইছিল কিন্তু তার সহযোগী আতঙ্কবাদীরা তাঁকে বেরিয়ে আসতে দেয়নি৷ সেনা আধিকারিকরা মেজর জেনারেল রশিম বালী বলে, ‘প্রথমে ওঁর স্ত্রী তাঁকে আত্মসমর্পণ করার আবেদন করেন, এরপরে তার ছেলেও তাঁকে বাইরে বেরিয়ে আসতে বলে৷ তারা নিজের বাবাকে বেরিয়ে আসতে বলে৷ আকিবও বাইরে আসতে চাইছিলেন৷ তাঁর সঙ্গীরা তাঁকে আসতে দিতে চায়নি৷ ও যদি বেরিয়ে আসত তাহলে ওকে আমরা বাঁচাতে পারতাম৷ ’
advertisement
স্থানীয় মানুষদের মতে ২০ ডিসেম্বর থেকে সে গায়েব হয়ে গিয়েছিল৷ আতঙ্কবাদীদের দলে সামিল হওয়ার আগে তিনি একটি ব্যাঙ্কে চাকরি করতেন৷ সেনা জানিয়েছে এনকাউন্টার স্থল থেকে একটি রাইফেল ও তিনটি পিস্তল পাওয়া গেছে৷ এই এনকাউন্টারে দুটি ঘর শেষ হয়ে গেল৷ গত সপ্তাহে এনকাউন্টারে ৭ টি ঘর শেষ হয়ে গেল৷ ২ জন আতঙ্কবাদী মারা যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Terrorist Encounter: ৪ বছরের শিশু পুত্রের মর্মান্তিক আর্তি, ‘‘বাবা বেরিয়ে এস, এরা কিছু করবে না’’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement