দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, কাপড়ের গুদামে আগুন লেগে মৃত ৯
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আগুনের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন।
#নয়াদিল্লি: এক মাসের মধ্যেই ফের দিল্লিতে আগুন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকার একটি কাপড়ের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।
জানা গিয়েছে, তিনতলার এই বহুতলে কাপড়ের গুদাম ছিল একেবারে নীচে। আর এই গুদামে আগুন নেভানোর তেমন কোনও ব্যাবস্থাও ছিল না। এই বহুতলে ছিল একটি মাত্র সিঁড়ি তাই একটি শ্রমিক বেড়িয়ে আসতে পারে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আহতদের নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় গান্ধি মেমোরিয়াল ও নিকটবর্তী হাসপাতালে।
advertisement
advertisement
কিছুদিন আগেই উত্তর দিল্লির আনাজ মন্ডি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ৪৩ জনের মৃত্যু হয়। এই ঘটনা ফের উসকে দিল সেই স্মৃতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 10:19 AM IST