#নয়াদিল্লি: সাধারণ বাজেটের আগে এটাই ছিল জিএসটি কাউন্সিলের চুড়ান্ত বৈঠক ৷ বৃহস্পতিবারের বৈঠকে নতুন করে ৪৯টি পণ্যে কমল করের হার ৷ একইসঙ্গে হস্তশিল্পের ২৯টি পণ্যকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল ৷ এছাড়া ৫৩টি পরিষেবাতেও পরিবর্তন হয়েছে করের হার ৷
জিএসটি কাউন্সিলের ২৫তম বৈঠকের সমাপ্তির পর অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন করের এই নয়া হার চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে লাগু হবে ৷ অন্যদিকে, পেট্রোলিয়াম দ্রব্যকে জিএসটি-এর আওতায় আনার ইস্যু নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী প্রকাশ পন্থ ৷ পেট্রোলিয়াম ছাড়াও এদিনের বৈঠকে প্রায় ৮০টি পণ্যের করের হার পরিবর্তন নিয়ে বিবেচনা করা হয় ৷
29 handicrafts items have been put in 0% slab and tax has been reduced on around 49 items. Decision on petroleum products is pending as of now: Prakash Pant, Uttarakhand Finance Minister #GSTCouncilMeet pic.twitter.com/we2OzUA3ix
— ANI (@ANI) January 18, 2018