Operation Black Forest: সিঁদুরের পর এবার অপারেশন ব্ল্যাক ফরেস্ট, বড় মাথা বাসবরাজু সহ ছত্তীসগড়ে খতম ২৭ মাওবাদী!

Last Updated:

নারায়ণপুর জেলার মাঢ়ের আবুঝমাঢ় এলাকায় মাওবাদী একজন শীর্ষ নেতা এবং তাঁর দলবল লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ছত্তীসগড়ের মাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত ২৭ জন মাওবাদীর মৃত্যু হল৷ মৃতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের অন্যতম সীর্ষ নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজু৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ ২০০৩ সালে আলপিরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উপরে হামলার ঘটনার মূল চক্রী ছিলেন এই মাওবাদী শীর্ষ নেতা৷ নিরাপত্তা বাহিনীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
নারায়ণপুর জেলার মাঢ়ের আবুঝমাঢ় এলাকায় মাওবাদী একজন শীর্ষ নেতা এবং তাঁর দলবল লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷ চারটি জেলা থেকে রিজার্ভ গার্ড পুলিশের বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয় আবুঝমাঢ় এবং ইন্দ্রাবতী জাতীয় অভয়ারণ্যের ঘন জঙ্গলের ভিতরে৷ প্রায় পঞ্চাশ ঘণ্টা ধরে এই গুলির লড়াই চলছে৷
advertisement
নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘এই নজিরবিহীন সাফল্যের জন্য আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত৷ মাওবাদের অভিশাপ থেকে মুক্ত করে মানুষকে শান্তি এবং অগ্রগতির জীবন দিতে আমাদের সরকার বদ্ধপরিকর৷’
advertisement
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নকশালদের বিরুদ্ধে লড়াইয়ে বেনজির একটি সাফল্য৷ ছত্তীসগড়ের নারায়ণপুরে আজ নিরাপত্তাবাহিনী ২৭ জন মাওবাদীকে নিকেশ করেছে৷ মৃতদের মধ্যে সিপিাই-মাওবাদীদের সাধারণ সম্পাদক এবং নকশাল আন্দোলনের অন্যতম মূল মাথা নামবালা কেশভ রাও ওরফে বাসবরাজু রয়েছে৷ তিন দশকের মধ্যে এই প্রথম নকশালবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে কোনও সাধারণ সম্পাদক স্তরের নেতাকে খতম করল আমাদের নিরাপত্তা বাহিনী৷ এই সাফল্যের জন্য আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা এজেন্সিগুলির আমি প্রশংসা করছি৷ আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি অপারেশন ব্ল্যাক ফরেস্ট-এ ৫৪ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে এবং তেলঙ্গানা, মহারাষ্ট্র ও ছত্তীসগড়ে ৮৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে৷ ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে মোদি সরকার দেশ থেকে মাওবাদের শিঁকড় উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ৷’
advertisement
ছত্তীসগড়, মহারাষ্ট্র, তেলঙ্গনার মতো রাজ্যগুলিতে মাওবাদী সংগঠনের কোমর ভেঙে দিতে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছিল অপারেশন ব্ল্যাক ফরেস্ট৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Black Forest: সিঁদুরের পর এবার অপারেশন ব্ল্যাক ফরেস্ট, বড় মাথা বাসবরাজু সহ ছত্তীসগড়ে খতম ২৭ মাওবাদী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement