#হায়দরাবাদ: হায়দরাবাদে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক ইঞ্জিনিয়ারকে ৷ বৃহস্পতিবার ভোরবেলায় চার জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি করে এসে ২৫ বছরের ওই যুবককে রাস্তায় কুপিয়ে খুন করে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি সেকেন্দ্রাবাদের স্বপ্নালোক কমপ্লেক্সের কাছে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ স্থানীয় থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে ৷ খুনের ঘটনায় তদন্ত নেমে RTA - এ অফিস থেকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই খুন তা জানা যায়নি ৷ পুরো বিষয়টির তদন্ত করছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hyderabad, IT Professional, Murder, Stabbed, Techie Stabbed To Death