একাধিক সরকারি ওয়েবসাইটে হয়েছে আধার তথ্য ফাঁস ! স্বীকারোক্তি আধার প্রস্তুতকারক সংস্থার
Last Updated:
#নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে বিতর্ক চলছেই ৷ দেশের সাধারণ মানুষের গোপনীয়তা এতে ভঙ্গ হচ্ছে কী না, তা নিয়ে বিতর্ক ছিল ৷ এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢালল আধার প্রদানকারী সংস্থা Unique Identification Authority Of India (UIDAI) ৷ দেশের মানুষের গোপনীয়তা ভঙ্গ করেছে একাধিক সরকারি ওয়েবসাইট ! আর একটা বা দু’টো নয়, মোট ২১০টি সরকারি ওয়েবসাইটে বহু মানুষের নাম, ঠিকানা, আধার নম্বর-সহ একাধিক তথ্য ফাঁস হয়েছে বলে জানানো হয়েছে UIDAI-র তরফে ৷
আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি লিঙ্ক করানোটা এখন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ৷ এমনকী, মোবাইল ওয়ালেটেও এখন KYC বাধ্যতামূলক ৷ যা নিয়ে অনেক দিন আগের থেকেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দেশের আরও অনেক বিশিষ্ট মানুষ ৷ আধার নম্বর দেশের নাগরিকদের গোপনীয়তা রক্ষা রাখতে পারছে কী না, এই নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে ৷ UIDAI-র এই স্বীকারোক্তি যে এবার কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে, তা বলা বাহুল্য ৷
advertisement
advertisement
advertisement
তবে আধার সংক্রান্ত তথ্য ঠিক কোন সময় এবং কোন কোন ওয়েবসাইটে ফাঁস হয়েছে, তা পরিষ্কার করে জানানো হয়নি UIDAI-র তরফে ৷ পাশাপাশি ফাঁস হওয়া তথ্য ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে বলেও দাবি আধার প্রদাণকারী সংস্থার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2017 10:04 AM IST