হান্দওয়ারায় সেনা ক্যাম্পে জঙ্গি হানা, মৃত ৩ জঙ্গি
Last Updated:
সার্জিক্যাল অপারেশন নিয়ে এখনও ঠান্ডা হয়নি তর্ক-বিতর্ক ৷ তারই মধ্যে আবারও হান্দওয়ারায় সেনা ক্যাম্পে হামলা চালাল পাক জঙ্গিরা ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ দুই জঙ্গি ৷
#জম্মু: সার্জিক্যাল অপারেশন নিয়ে এখনও ঠান্ডা হয়নি তর্ক-বিতর্ক ৷ তারই মধ্যে আবারও হান্দওয়ারায় সেনা ক্যাম্পে হামলা চালাল পাক জঙ্গিরা ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ তিন জঙ্গি ৷ সেনা সূত্রে খবর, এবারও জঙ্গিরা হামলা চালায় সেনা পোশাকে ৷
বৃহস্পতিবার ভোররাতে ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের প্রধান কার্যালয়ে হামলার ঘটনাটি ঘটে ৷ সেনা ছাউনিতে অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাক জঙ্গিরা ৷ গুলিতে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা ৷ দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে ৷ এখনও পর্যন্ত সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷
advertisement
সার্জিক্যাল অ্যাটাকের প্রতিশোধ নিতে মরিয়া পাক জঙ্গিরা চলতি মাসের ২ তারিখ বারামুলায় বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতেও হামলা চালায় ৷ হামলায় শহীদ হন এক বিএসএফ জওয়ান আর সেনার গুলিতে মারা যায় দুই জঙ্গি ৷
advertisement
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাগাতার জঙ্গি হানা প্রতিরোধ করতে গত ২৯ সেপ্টেম্বর ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে মোট পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ভারতীয় জওয়ানেরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত আটটি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় ৷ সেনাবাহিনী সূত্রে খবর, এই অভিযানে অন্তত ৩০ থেকে ৪০ জন জঙ্গির মৃত্যু হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2016 9:08 AM IST