ট্রাকে ধাক্কা! রাজস্থানে দুমড়ে-মুচড়ে গেল পুণ্যার্থীদের বাস... মৃত একই পরিবারের ১৮ জন, বাসের সিটেই আটকে ছিন্নভিন্ন দেহ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
যোধপুর: সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। পুণ্যার্থীদের ট্র্যাভেলার বাস ধাক্কা মারল ট্রাকে। রবিবার রাতের এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসের সিটে আটকে ছিল মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
স্থানীয় ও পুলিশ সূুত্রে খবপর, যোধপুরের ফালোদির মাতোদা গ্রামের কাছে ভারত মালা এক্সপ্রেসওয়েতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং পথচারীরাও মৃতদেহগুলি এবং আহতদের উদ্ধার অভিযান চালায়। পুলিশের মতে, নিহত ১৮ জন একই পরিবারের সদস্য। তাঁরা যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বিকানেরের কোলায়ত মন্দির থেকে ফিরছিলেন প্রত্যেকেই। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোর করে যোধপুরে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
মৃতদেহগুলি ওসিয়ান সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ মথুরাদাসচিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করতে হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। গন্তব্য থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পুণ্যার্থীদের বাস দুর্ঘটনার কবলে পড়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 10:00 AM IST

