#শ্রীনগর: সীমান্তরেখার কাছ থেকে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে ১২ বছরের এক পাকিস্তানি নাবালক ৷ শুক্রবার সন্ধে নাগাদ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের কাছে সন্দেহভাজন নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সেনা জওয়ানরা ৷
নাবালকের নাম আশফাক আলি চৌহান। বালুচ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনা হুসেন মালিক ছেলে অনুপ্রবেশকারী ওই নাবালক বলে জানা গিয়েছে ৷ সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে গতকাল সন্ধেবেলা নিয়ন্ত্ররেখার কাছে তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ৷ এরপর তাকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী ৷
অনুমান করা হচ্ছে পাক সেনাবাহিনীর সম্মতি সহ জঙ্গিরা নাবালককে পাঠিয়েছিল অনুপ্রবেশের রাস্তা খতিয়ে দেখার জন্য ৷ চর হিসেবে তাকে পাঠানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷ অনুপ্রবেশের পথ দেখার জন্য ও ভারতীয় সেনাবাহিনীর কী গতিবিধি তা দেখে আসার জন্য তাকে মূলত পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ নাবালককে জম্মু-কাশ্মীরের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷