১০০ পয়েন্ট পেতে রেপিস্টদের ফাঁসি দিতে হুড়োহুড়ি আইনজীবীদের! এই রাজ্য 'রোল মডেল'

Last Updated:

সে রাজ্যের সরকার একটি অভিনব পদ্ধতি নিয়েছে৷ ডিরেক্টরেট অফ পাবলিক প্রসিকিউশন জানাচ্ছেন, ধর্ষণ-খুনের ঘটনায় যে সরকারি আইনজীবীরা যত তাড়াতাড়ি শুনানি শেষ করতে পারবেন, তাঁদের রেটিং পয়েন্ট দেওয়া হচ্ছে৷

#ভোপাল: রাষ্ট্র মৃত্যুদণ্ড দিতে পারে কিনা, তা নিয়ে মানবাধিকার কর্মীদের একটি বড় অংশ যতই সরব হোন, বার বার দেখা গিয়েছে, ধর্ষকদের ফাঁসির সাজাই চান এ দেশের বড় অংশের মানুষ৷ ধর্ষণের দ্রুত শুনানি ও সাজা ঘোষণায় নজির সৃষ্টি করল মধ্যপ্রদেশ৷ গত ৮ মাসে মধ্যপ্রদেশে খুন, ধর্ষণ, নাবালিকা যৌননিগ্রহের ঘটনায় ১৩ জনকে ফাঁসির সাজা দিল রাজ্যের বিভিন্ন আদালত৷
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ ও খুন,৩ দশক পর ধর্ষকের সাজা প্রাণঘাতী ইনজেকশন
ধর্ষণ-খুনে দ্রুত শুনানি শেষ করার ক্ষেত্রেও নজির গড়ল রাজ্যটি৷ গত জুন মাসে এক ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় মঙ্গলবারই মন্দসৌরের বিশেষ আদালত ২ জনকে মৃত্যুদণ্ড দিল৷
advertisement
advertisement
সে রাজ্যের সরকার একটি অভিনব পদ্ধতি নিয়েছে৷ ডিরেক্টরেট অফ পাবলিক প্রসিকিউশন জানাচ্ছেন, ধর্ষণ-খুনের ঘটনায় যে সরকারি আইনজীবীরা যত তাড়াতাড়ি শুনানি শেষ করতে পারবেন, তাঁদের রেটিং পয়েন্ট দেওয়া হচ্ছে৷ মৃত্যুদণ্ড দিতে পারলে ১ হাজার পয়েন্ট, যাবজ্জীবন দিতে পারলে ৫০০ পয়েন্ট ও অন্যান্য সাজায় ১০০-২০০ পয়েন্ট৷ যাঁরা ৫০০ পয়েন্টেরে নীচে পেয়েছে, তাঁদের সতর্কও করা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: ধর্ষক বন্ধুর পাপের ফল ভোগ করছেন জাতীয় দলের এই ক্রিকেটার
এছাড়াও সরকার eProsecution নামে একটি অ্যাপ চালু করেছে৷ সেই অ্যাপের মাধ্যমে প্রায় ১ হাজার সরকারি আইনজীবীকে প্রতিদিন মনিটর করছে প্রশাসন৷ তবে মৃত্যুদণ্ডের সাজার ক্ষেত্রে একমাত্র হাইকোর্ট রায় দিলে তবেই পয়েন্ট মিলবে৷
সোমবারই উজ্জয়িনীতে চার্জশিট দাখিলের ৭ ঘণ্টার মধ্যে ১৪ বছরের এক নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে৷ ছেলেটি একটি ৪ বছরের শিশুকে রেপ করে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে জানিয়েছেন, 'মানসিক ভাবে বিকৃতদের সর্বোচ্চ সাজা শোনানোর জন্য আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি৷ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বিচার ব্যবস্থা৷'
বাংলা খবর/ খবর/দেশ/
১০০ পয়েন্ট পেতে রেপিস্টদের ফাঁসি দিতে হুড়োহুড়ি আইনজীবীদের! এই রাজ্য 'রোল মডেল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement