৫ রাজ্যে ভরাডুবি বিজেপির, ১৯-র রণকৌশল স্থির করতে দিল্লিতে বৈঠকে মোদি-অমিত

Last Updated:
#নয়াদিল্লি: ১৯-র নির্বাচনের আগে বিজেপির অন্দরের আত্মবিশ্বাস ভেঙে চুরমার ৷ পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশ্যে আসার পরই বিরোধী মহাজোটের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে গিয়েছে রাহুল গান্ধির ৷ অন্যদিকে, নরেন্দ্র মোদি এবং চাণক্য অমিত শাহের জয়ের একের পর এক মহাকৌশল একেবারে বিফলে গেল ৷ পাঁচ রাজ্যে ভরাডুবি অবস্থা গেরুয়া শিবিরের ৷ এই পরিস্থিতিতে কি করণীয়, সেই নিয়েই আজ দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি ৷
হতাশা এবং ক্ষোভ এখন বিজেপির সঙ্গী ৷ সংসদ চত্বর জুড়ে মুখ ভার গেরুয়া শিবিরের ৷ এহেন পরিস্থিতি থেকে কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় দলকে ? সেই ভাবনাতেই আপাতত ব্যস্ত মোদি আর ‘চাণক্য’ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে থাকবেন অমিত শাহও ৷ কি কারণে গেরুয়া শিবিরের এই ভরাডুবি অবস্থা ? কীভাবে দলকে আবার চাঙ্গা করা যায় ৷ সেই সমস্ত বিষয় নিয়েই বৈঠক হবে আজ ৷ পাশাপাশি দলকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিজেপির পরবর্তী রণকৌশল কি হবে ৷ সেই নিয়েই বৈঠকে আলাপ আলোচনা হতে চলেছে বলে সূত্রের খবর ৷
advertisement
অমিত শাহ এবং নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে থাকবেন পাঁচ রাজ্যের নেতারা ৷ ভোটের ফল নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ ৷ কেন এভাবে গো-হারা হারল দল ? সেই নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য ৷ ছত্তীসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ৷ এই তিন রাজ্যের ভোটের হার থেকে একটি বিষয় স্পষ্ট ৷ উচ্চবর্ণ ও ওবিসি-রা বিজেপিকে নিয়ে উৎসাহ দেখায়নি ৷ আবার দলিতদেরও মন জয় করতে পারেনি গেরুয়া শিবির ৷ পাশাপাশি রাফাল থেকে নোটবন্দি, সিবিআইয়ের কোন্দল ৷ একের পর এক ইস্যুতে কোণঠাসা বিজেপি ৷ কি আসল কারণ ৷ সেটাই ভাবাচ্ছে এখন বিজেপিকে ৷ কিন্তু এখন লক্ষ্য লোকসভা নির্বাচন ৷ সেখানে কি মোদি-ফ্যাক্টর কাজ করবে ? সেটাই এখন প্রধান প্রশ্ন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ রাজ্যে ভরাডুবি বিজেপির, ১৯-র রণকৌশল স্থির করতে দিল্লিতে বৈঠকে মোদি-অমিত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement