Nadia News- আজ ১২ ঘণ্টা বাংলা বনধের জেরে রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি

Last Updated:

বনধের সমর্থনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় 

+
রাস্তায়

রাস্তায় বসে বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মীদের

#নদিয়া: গতকাল হয়ে গেছে রাজ্যে একাধিক জেলায় পৌরসভা নির্বাচন। নদিয়া জেলার নটি পৌরসভা ও একটি নোটিফাইড এরিয়াতেও কালকে সম্পন্ন করা হয়েছে পৌরসভা ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে রাজ্যের প্রায় প্রতিটা জেলাতেই ভোট প্রক্রিয়া চলাকালীন উঠে এসেছে কিছু অসন্তোষের ছবি। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে একাধিক। অন্যদিকে শাসকদলও সেই সব অভিযোগ অস্বীকার করে বিরোধী দলের ওপরে এনেছে বেশকিছু অভিযোগ। ছাপ্পা ভোট থেকে সন্ত্রাস সৃষ্টি, মারামারি, পুলিশের লাঠিচার্জ থেকে কাদানি গ্যাস ছোড়া ইত্যাদি বেশ কিছু ছবি দেখা গিয়েছে গতকাল। সেই কারণে আজ বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ ৩৪ নম্বর জাতীয় সড়কে।
ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বনধের সমর্থনে এদিন উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। সূত্রে খবর থেকে জানা যায়, এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলেছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্বভাবতই এই বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও পরে পুলিশের তৎপরতায় এই বিক্ষোভ উঠে যায় বলে সূত্রের খবর। প্রসঙ্গত, জেলার বেশ কিছু জায়গায় সকাল থেকে চলেছিল বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। বনধ সমর্থন করার জন্য জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে এদিন। এর ফলে সকালের দিকে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। বহু নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয় এদিন। যদিও সব জায়গাতেই পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- আজ ১২ ঘণ্টা বাংলা বনধের জেরে রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement