#মাজদিয়া: "ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল"। আজ দোল পূর্ণিমা, বাঙালির বসন্ত উৎসব। বাংলার সমস্ত প্রান্ত আজ বিভিন্ন রঙের আভায় রঙিন হয়ে উঠেছে। দেশ-বিদেশ থেকে ছুটে এসেছে হাজার হাজার ভক্তরা নদীয়ার মন্দির নগরী মায়াপুর ধাম নবদ্বীপ ধামে। ঠিক তেমনি আমের পল্লব, আবির ও রঙে, এক টুকরো শান্তিনিকেতন আজ নদীয়ার মাজদিয়া। ঠিক যেন বোলপুরের শান্তিনিকেতনকে মাজদিয়ার সাংস্কৃতিক মঞ্চে হাজির করিয়েছে মাজদিয়ার আমবাগানের মাঠে।
আজ এক আলাদা অনুভূতির সাক্ষী থাকলো নদিয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়াবাসী। সকালে আয়োজন করা হয়েছিল প্রভাতফেরির। বসন্ত উৎসবে মেতে উঠেছিল নদিয়ার মাজদিয়ার সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। বীরভূমের শান্তিনিকেতনের আমেজ এদিন ছড়িয়ে পড়ে কৃষ্ণগঞ্জ এর মাজদিয়াবাসীর মনে। প্রসঙ্গত, মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। গত দুই বছর করোনা সংক্রমণের কারণে সেভাবে উৎসব পালন করতে পারেনি মানুষ। এবছর করোনা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ার কারণে আবারো বিভিন্ন মন্দিরে জাঁকজমক করেই চলছে হোলি উৎসব। নবদ্বীপ মায়াপুর ইসকনের পাশাপাশি মন্দিরেও হোলি উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে মনিপুরী নিয়মে পালিত হচ্ছে উৎসব। তবে আজ মনিপুরী নিয়মে ন্যাড়াপোড়া। আগামীকাল দিনভর তারা রঙের খেলায় মেতে উঠবে। লকডাউনের কারণে যেভাবে মনিপুর থেকে মানুষ এসে অংশগ্রহণ করে, তার তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে। সবমিলিয়ে করোনার দু'বছর পরে আবারও মানুষ মেতে উঠেছে দোল উৎসবের আবিরের রঙে। যেখানে গেরুয়া সবুজ লাল রঙ মিলেমিশে একাকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi Celebration, Majdia, Nadia news