Nadia News- সিলেবাস শেষ না হওয়ায় অফলাইন ছেড়ে অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ কৃষ্ণনগরে

Last Updated:

জানা যায়, এর আগেও বিগত দিনে কারিগরি দফতর ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা

অনলাইন পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ চলছে পড়ুয়াদের
অনলাইন পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ চলছে পড়ুয়াদের
#নদিয়া:  করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল-কলেজ। প্রায় গত বছর দুয়েক ধরে পড়াশোনা চলছিল অনলাইনেই। কিন্তু সেখানেও হয়েছিল নানা ধরনের সমস্যা। অনেক পড়ুয়া থেকে অভিভাবকেরা তুলে ধরেছিল একাধিক সমস্যার কথা। প্রথমত, সারাক্ষণ মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপের সামনে বসে থেকে অনেকেরই সমস্যা হচ্ছিল চোখের। এছাড়াও অনেক পড়ুয়ারাই পড়াশোনার চেয়ে মোবাইলের গেম এর প্রতি আসক্ত হয়ে গিয়েছিলো অনেকটাই বেশি, যার প্রভাব পড়েছিল তাদের পড়াশোনায়।
এই সমস্ত কারণে স্কুল খোলার দাবি জানিয়ে একাধিক বিক্ষোভ প্রদর্শন হয় জেলা তথা গোটা রাজ্য জুড়ে (Nadia News)। অবশেষে সরস্বতী পুজোর কয়েকদিন আগেই রাজ্য সরকারের নির্দেশে খুলে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। যদিও সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে প্রবেশ করে শ্রেণিকক্ষে ক্লাস করার অনুমতি মিলেছে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য রাজ্য সরকার চালু করেছে পাড়ায় শিক্ষালয়। যেখানে খোলা আকাশের নীচে ফাঁকা জায়গায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন। স্কুল কলেজ খোলার পরেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের বলে দাবি করছে তারা।
advertisement
একাধিক পড়ুয়াদের দাবি, সিলেবাস পুরোপুরি শেষ হয়নি, ফলে অনেকেই চাইছেন অনলাইনে পরীক্ষা দিতে। আর সেই দাবি জানিয়েই পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শন নদিয়ার কৃষ্ণনগর বিপিসি আইটিআই কলেজে (Nadia News)। নদিয়ার কৃষ্ণনগরে অনলাইন পরীক্ষা দেওয়ার দাবিতে কৃষ্ণনগর বিপিসি আইটিআই কলেজে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। তাদের দাবি, সারাবছর অনলাইন ক্লাস করালেও সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেননি, তারই মধ্যে অফলাইনে পরীক্ষা দিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। এর ফলে প্রতিটা ছাত্র-ছাত্রী পড়তে পারে বিপদে। সেই আশঙ্কা করেই তাদের বিক্ষোভ চলছে।
advertisement
advertisement
মূলত, এর আগেও বিগত দিনে কারিগরি দফতর ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা (Nadia News)। সেখানে দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগরে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের বক্তব্য, যদি তাদের দাবি না মানা হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং পরীক্ষা বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- সিলেবাস শেষ না হওয়ায় অফলাইন ছেড়ে অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ কৃষ্ণনগরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement