Nadia News- কল্যাণীতে পুরসভার নির্বাচনী বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এদিন নির্বাচনী বৈঠকে এসে কি বললেন তিনি, শুনে নিন
#কল্যাণী: আগামী ২৭ ফেব্রুয়ারি নদিয়া জেলার পৌরসভা ভোট। ইতিমধ্যে বিভিন্ন দলীয় প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়ে ভোটের প্রচারে লেগে পরেছেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যেই দেখা গিয়েছে অসন্তোষ। নির্বাচনের জন্য ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে শুরু হয়ে গিয়েছে পুলিশের বুট মার্চ। এবার নদিয়ার কল্যাণীতে নির্বাচনী বৈঠকে এলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেসব ব্যক্তি প্রার্থী হয়েছেন তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলীয় প্রার্থীকে সমর্থন করার কথা না জানালে, তাঁদের বিরুদ্ধে দল সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নদিয়ার কল্যাণীতে আজ সন্ধ্যায় আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে সাংবাদিকদের কাছে পার্থ বাবু জানান, রাজ্যের ১১৮ টি পুরসভা নির্বাচনেই পুরসভা ভিত্তিক নির্বাচনী ইশতেহার যেমন প্রকাশ করা হবে, তেমনি জেলাগত ভাবে ইশতেহার প্রকাশ করা হবে।
পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিরোধীরা তাঁদের দুর্বলতা ঢাকতে না পেরে কেবল সন্ত্রাসের অভিযোগ করছে। তাঁরা নির্বাচনে প্রার্থী দিতে না পারলেও আদালত এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছে। অথচ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উন্নয়নের শামিল হয়েছে। প্রতিটি পাড়ায় পাড়ায় এবং দোরে দোরে গিয়ে প্রার্থীদের প্রচার করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের ডায়েরি মেইনটেইন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Location :
First Published :
February 15, 2022 8:37 PM IST