Nadia News- স্কুল খুলেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। তা না জেনেই এসেছে স্কুলে, ঢুকতে না পেরে মন খারাপ পঞ্চম শ্রেণির ছাত্রের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
গতকাল থেকে খোলা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ
#নদিয়া- গতকাল থেকে খোলা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। করোনার নিয়মাবলী মেনেই, একে একে সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হচ্ছে স্কুল প্রাঙ্গণের মধ্যে। তবে স্কুল-কলেজ খুললেও, স্কুলে প্রবেশ করার অনুমতি শুধুমাত্র রয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের। আর সেই কারণে মন খারাপ পঞ্চম শ্রেণির এক ছাত্রের। স্কুলে ক্লাস করতে এসে গেটের বাইরে থেকেই ফিরে যেতে হলো তাদের। পঞ্চম শ্রেণির দুটি ছাত্র স্কুল খুলেছে ভেবে সাইকেল নিয়ে চলে আসে স্কুলে ক্লাস করতে। স্কুলে এসে জানতে পারে যে শুধুমাত্র অষ্টম শ্রেণি থেকেই স্কুলে প্রবেশ করার অনুমতি রয়েছে। তাই মন খারাপ করে বাড়ি ফিরে যেতে হল তাদের। যদিও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিশু শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের করানো হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জেলার বিভিন্ন জায়গায়। তবে স্কুলের পরিবেশের মত পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে আদৌ তার গুরুত্ব একই থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে একাধিক অভিভাবকের মনে।
Location :
First Published :
Feb 04, 2022 12:30 PM IST








