Nadia: নদিয়ায় দেশের প্রাচীনতম খো খো খেলার আয়োজন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম খো খো খেলা। এই খেলাটি একসময় খুব জনপ্রিয় হলেও বর্তমানে তার চর্চা হয় না বললেই চলে।
#রানাঘাট : ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম খো খো খেলা। এই খেলাটি একসময় খুব জনপ্রিয় হলেও বর্তমানে তার চর্চা হয় না বললেই চলে। কিন্তু নদিয়া জেলার খো খো সংস্থা এখনও চালিয়ে আসছে এই খেলা। প্রশিক্ষন থেকে শুরু করে প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। প্রতি বছর নদিয়ার খো খো সংস্থা একটি প্রতিযোগিতার আয়োজন করে। এবছর তাদের সুবর্নজয়ন্তী। আর এই বিশেষ বছর উপলক্ষে বেশ সারম্ভরের সাথেই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন সংস্থার কর্মকর্তারা। এদিনের এই খেলায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের আনন্দ ছিল রীতিমতো চোখে পড়ার মতো।
ভারতের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় খেলা দেখতে দর্শকের ভিড় ও উন্মাদ ছিল যথেষ্ট। খেলায় উপস্থিত বিশিষ্ট অতিথিদের ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হয় খেলা শুরুর আগেই। খেলার কর্মকর্তারা আশা করছেন ভবিষ্যতে এই খেলার জনপ্রিয়তার বৃদ্ধি পাবে এবং জেলার একাধিক ছেলে মেয়েরা এই খেলায় অংশগ্রহণ করতে আগ্রহী হবেন। উল্লেখ্য, ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী আউটডোর খেলা গুলির মধ্যে অন্যতম খেলা হল খো খো খেলা।
advertisement
আরও পড়ুনঃ ২০১৫ সালে নির্মল বাংলায় প্রথম, তাও জেলার বহু মানুষ প্রাতঃকৃত্য সারতে যান মাঠে!
সাধারণত এই খেলা অনুষ্ঠিত হয় দুটি দলের মধ্যে। ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় খেলা গুলির মধ্যে কবাডির পরেই রয়েছে খো খো খেলার স্থান। তবে ভারতে উৎপত্তি হলেও বর্তমানে দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপকভাবে খো খো খেলা অনুষ্ঠিত হয়। এমনকি দক্ষিণ আফ্রিকা পাকিস্তান এবং ইংল্যান্ডেও এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। শিশু ও কিশোরদের মানসিক বিকাশে এই প্রতিযোগিতামূলক খেলাটি আজও ভীষণভাবে জনপ্রিয়।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 25, 2022 7:15 PM IST