Nadia News: নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করত প্রতিবেশী, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

লাগাতার, দিনের পর দিন। নাবালিকার আপত্তিকর ছবি তুলে চলত ব্ল্যাকমেল! ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়, এই ভয় দেখিয়ে চলত শারীরিক অত্যাচার

অভি‌যুক্ত যুবককে নিয়ে আসা হয়েছে আদালতে
অভি‌যুক্ত যুবককে নিয়ে আসা হয়েছে আদালতে
গাংনাপুর: অশ্লীল ছবি দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। মহারাষ্ট্র থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসল গাংনাপুর থানার পুলিশ। অভিযোগ, বছর পাঁচেক আগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। মোবাইল ফোনে তুলে রাখে ধর্ষণের মুহূর্তে নির্জাতিতার কিছু ছবি । পরবর্তীতে সেই ছবি দেখিয়ে চলত ব্ল্যাকমেল। এরপরই নাবালিকার পরিবার দ্বারস্থ হয় গাংনাপুর থানার। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
নাবালিকার অসহায়তার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করত অভিযুক্ত। লাগাতার, দিনের পর দিন। নাবালিকার আপত্তিকর ছবি তুলে চলত ব্ল্যাকমেল! ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়, এই ভয় দেখিয়ে চলত শারীরিক অত্যাচার।
দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দিয়ে ভিন রাজ্যে বসবাস করছে। এরপরই তৎপর হয়ে ওঠে গাংনাপুর থানার পুলিশ। মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। ট্রানজিট রিমান্ডে গাংনাপুরে নিয়ে আসা হয়।   ধৃতকে শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করত প্রতিবেশী, অবশেষে গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement