হোম /খবর /নদিয়া /
জন্মাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির! রইল বিশেষ ভিডিও

Nadia News: জন্মাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির! রইল বিশেষ ভিডিও

X
জন্মাষ্টমী [object Object]

Nadia News: মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান! দেখুন ভিডিও

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#নদিয়া: মহাসমারহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। গত দু'বছর করোনা আবহে জন্মাষ্টমী অনুষ্ঠানের জৌলুসতা হারালেও চলতি বছরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গন। তিন দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্যে দিয়ে।

এরপর শুক্রবার মধ্যরাত্রে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান বলে এই দিন জানান ইসকন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে বলেও জানান তিনি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তার বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ।

আরও পড়ুন:  অনুব্রতর রাইস মিলে সিবিআই! কয়েক কোটি টাকার খেলা! সামনে এল বড় তথ্য!

প্রসঙ্গত গত দুবছর করোনা মহামারীর কারণে জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়নি, মায়াপুর ইসকন মন্দিরে। তবে এবছর বদলে গেছে চিত্রটা। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। ভোরবেলা থেকেই উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইসকন। এই উৎসব চলবে সারাদিন। এরপর রাত্রিবেলা শুরু হবে শ্রীকৃষ্ণের অভিষেক। মহাসমারহে অসংখ্য ভক্তদের সাথে নিয়ে পালন করা হবে জন্মাষ্টমী উৎসব। সুতরাং বলা যেতে পারে গত দু'বছর পর উৎসবের মেজাজে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির।

Mainak Debnath

Published by:Piya Banerjee
First published:

Tags: Janmashtami 2022, Nadia