Nadia News: কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড়, অংশগ্রহণে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল

Last Updated:

নদিয়ার রানাঘাটে কিশোর-কিশোরীদের জন্য পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজিত হল। অংশ নিলেন ১১৪ জন প্রতিযোগী

+
title=

নদিয়া: কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড়। নদিয়া জেলার রানাঘাটে আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়। তবে ২৪ নয়, এটা ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড়। নদিয়া জেলা খো খো সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই পথ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রানাঘাট পূর্ব পাড়ের একটি বেসরকারি লজের সামনে থেকে এই দৌড় শুরু হয়ে আবার ওখানে এসেই শেষ হয়। ১৪ থেকে ২২ বছর বয়সীদের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ১১৪ জন প্রতিযোগী।
এই পথ দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিজন সরকার, রানাঘাট পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ আরও একাধিক বিশিষ্ট জনেরা। সকল প্রতিযোগিতার হাতে দৌড় শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত শরীরচর্চা করলে দেহ ও মন দুই ভালো থাকে। একাধিক রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। সেই কারণেই বর্তমানে বিভিন্ন ক্রীড়া সংস্থা থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেককেই শরীরচর্চা বিষয়ক বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে। যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ, উভয়ভাবে উপকৃত হচ্ছে দেশের তরুণ প্রজন্ম।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড়, অংশগ্রহণে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement