Nadia: ৩০০ বছরের পুরনো টুঙ্গী গাজনতলার গাজন উৎসব

Last Updated:

এক মহিলা কাশীর বিশ্বনাথে স্নান করতে গিয়ে জলের নিচে এই শিবলিঙ্গ পান

+
শিবের

শিবের ত্রিশূল তুলে দেয়া হচ্ছে সন্ন্যাসীদের হাতে

মৈনাক দেবনাথ, মাজদিয়া: গাজন মানে শিবের পুজো। বাংলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার গাজন উৎসব (Gajan festival) পালন করা হচ্ছে। ঠিক তেমনই মাজদিয়ার টুঙ্গী গাজন তলার ৩০০ বছরের পুরনো বুড়ো শিবের (300 years old shiv) রয়েছে এক অদ্ভুত কাহিনী। বর্তমান সিতাংশু বিশ্বাসদের সপ্তম পুরুষ তাদেরই এক মহিলা কাশি বিশ্বনাথের গঙ্গায় স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গটিপান তিনি। সেখান থেকে শিবলিঙ্গটি নিয়ে এসে বাড়িতে একটি বাক্সেরমধ্যে রেখে দেন। এক সময় মাজদিয়া টুঙ্গী গাজনে পুজা হত পাটবানের। সেই সময়ে যখন সন্ন্যাসীরা ঢাক বাজাতে বাজাতে তার বাড়ির সামনে দিয়ে যায় জানা যায়, সেই বাক্সের মধ্যে থাকা ওই শিবলিঙ্গটি নৃত্য করতে শুরু করে। ওই বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান । ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে। এবং পাশাপাশি তার নিত্য সেবার ব্যবস্থাও করতে। সেই সময় রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। এবং সেই থেকেই টুঙ্গী গাজনের শিবের নিত্য পূজা হয়। এই চৈত্র মাসের ২৭ তারিখ তিনি গাজনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। ২৯ তারিখে নীলের পুজো ৷ এদিন বিশেষ সন্ন্যাসীদের কাটা খেলা, খাড়া খেলা, এবং আগুনে ফুল খেলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: ৩০০ বছরের পুরনো টুঙ্গী গাজনতলার গাজন উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement