Frog Wedding: ব্যাঙের বিয়ে দিলে কেন হয় বৃষ্টি? কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

Frog Wedding: সত্যিই কী ব্যাঙের বিয়েতে বরুণ দেব খুশি হন। নাকি বৃষ্টি নামার পিছনে রয়েছে অন্য কারণ। জানুন

+
দুটি

দুটি ব্যাঙের দেওয়া হচ্ছে বিয়ে

শান্তিপুর: নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সরদার পাড়া এলাকায় , এই রকমই প্রাচীন এক রীতির দেখা মিলল। আদিবাসী অধ্যুষিত ওই এলাকার কমল ফকির জানান, বহু পূর্বে গ্রামে এ ধরনের একটি আয়োজন হয়েছিল হিন্দু আচার মেনে মন্ত্র পাঠের মাধ্যমে ধুমধাম করে বিয়ে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, বৃষ্টির দেবতা বরুণদেবকে তুষ্ট করে বৃষ্টি নামাতেই এই উদ্যোগ সাধারণত নেওয়া হয়ে থাকে। বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে বরপক্ষ এবং কনেপক্ষ উভয়েই উপস্থিত ছিলেন স্থানীয় কালী মন্দিরে। শোভাযাত্রা সহ উপস্থিত হয়ে সেখানে মায়ের কাছে প্রার্থনা করা হয়।
তাছাড়াও বিশেষজ্ঞদের মতে ব্যাঙকে ধরা হয় প্রজননের প্রতিক হিসেবে। এর কারণ জীবজগতের আবির্ভাবের সূচনাকাল থেকেই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাঙ এমন একটি প্রাণী যে জলের মধ্যে ডিম পাড়ে, ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি জন্ম নেয়, এবং তারপর সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের উৎপত্তি হয়ে তারা জল থেকে বেরিয়ে আসে সমতলে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ব্যাঙের মূর্তি। শোনা গিয়েছে অনেক জায়গাতেই পুজো করা হয় ব্যাঙকে।
advertisement
আরও পড়ুন:  যে রত্ন ধারণ করেছেন তা খাঁটি তো? বুঝবেন কী করে? নকল পাথর এবার চেনা যাবে সহজেই! জানুন
advertisement
আরও পড়ুন:
স্থানীয় মেম্বার, তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন এলাকাবাসীর সঙ্গে। কুসংস্কার কি না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখে-দুখে থাকতে হয়, বিশ্বাস তাদের কাছে তবে তাদের বিশ্বাসের মর্যাদা দিতে পৌঁছেছিলাম সেখানে। তবে ব্যাংঙ  দুটোকে তার নিজস্ব জলাশয় ছেড়ে দেওয়ার অনুরোধ তারা রেখেছে। সমগ্র এলাকায় উৎসবের চেহারা নিয়েছে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Frog Wedding: ব্যাঙের বিয়ে দিলে কেন হয় বৃষ্টি? কারণ জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement